ধন্যি মেয়ে তুই
ধন্যি মেয়ে তুই
ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো--
মমতার বন্ধনে-- আর প্রেমের সিঞ্চনে,
কখনো বা হারিয়ে যাওয়া কাব্যের বন্ধনে ।
কখনো ভাবনার রাতের আকাশে অবাধ বিচরণ
কখনো কল্পনার সপ্তসাগরে শব্দবন্ধের বিচ্ছুরণ ।
এ পর্যন্ত সবই ঠিক ছিল--
জানি না হঠাৎ জীবনে নেমে এলো
দুর্যোগের ঘনঘটা,
প্রেমের সপ্তসাগরের রঙ কেমন যেন ফিকে -
মমতার বন্ধনে নেই আঁটোসাটো বাঁধন-
কখন যে স্বপ্নে দেখা রাজকন্যা -
প্রেম নিয়ে করেছে পলায়ন ।
বিশ্বাস - বোধহয় কথার কথা-
ক'জন এর মূল্য জানে -
ক'জনের আছে মূল্যবোধ প্রাণে,
প্রেম এখন বাজারে বেচতে জানে
বিশ্বাস আর মূল্যবোধের ছোঁয়া
প্রেমের বাস্তবতার মানে ।
মন - সেটা আবার কি -
যাকে যখন তখন ঠুনকো কাঁচের মতো
ইচ্ছেমতো যায় ভাঙা --
অভিনেত্রী হিসেবে মন নিয়ে লুকোচুরি
দেখছি সারাবেলা ।
একে তো সুখ নেই - সুখ আছে অনেকে -
উন্মত্ত প্রেমের খেলায়,
ধন্যি মেয়ে তুই পণ্য করলি প্রেম
জীবন রথের মেলায় ।
