STORYMIRROR

সৌরদীপ সৌমিত্র চৌধুরী "চন্দ্রচূড়"

Action

4.5  

সৌরদীপ সৌমিত্র চৌধুরী "চন্দ্রচূড়"

Action

বিপ্লব

বিপ্লব

1 min
299

আমরা গানের ছন্দে গেঁথেছি জয়মালা,
রক্তের রঙে ফুটিয়েছি অগ্নিবর্ণ মুকুল।
তারার আলোয় জ্বালিয়েছি সন্ধ্যাপ্রদীপ,
শশীর স্নিগ্ধ জোছনায় শীতল করেছি রজনী।

তখন প্রভাতরবি দেখা দিয়েছিল দিগন্ত'পরে,
পুব আকাশের প্রান্তে ভোরের আলোকরেখা।
ঝঙ্কার উঠেছিল গগনের এপার হতে ওপারে,
চেতনার জাগরণে ঝলসে উঠেছিল তরুশিখা।

তখন ভুবনের প্রাণে জেগেছিল মুক্তির বাণী,
বিধ্বংসী মনটা ছুটেছিল প্রলয়ঝড়ের মতো।
নীরব কণ্ঠে বিপ্লবের অনুরণন উঠেছিল বেজে,
অন্ধনয়নে জ্বলে উঠেছিল প্রতিবাদের স্ফুলিঙ্গ।

বহুযুগ পর সেদিন বুঝেছিল ভারতবাসীর মন,
এই লেলিহান শিখা ছিল তাদেরই অন্তরে।
অন্ধ ছিল তারা এতদিন সেই শক্তিপুঞ্জ হতে,
বন্দী হয়ে শুধু পরাধীনতার ঠুনকো পিঞ্জরে।

**** সমাপ্ত ****


Rate this content
Log in

Similar bengali poem from Action