STORYMIRROR

Sunanda Chakraborty

Action

4  

Sunanda Chakraborty

Action

অভিনয়

অভিনয়

1 min
281

 ধীরে যত হচ্ছি বড়ো 

শিখছি কত মিথ্যে বলতে ,

জানছি কতশত পন্থা 

সবাইকে মানিয়ে নিয়ে চলতে ।।


কষ্ট হলে আজ আর বলিনা 

চোখের জল শুকায় চোখে,

অন্ধকারটায় শান্তি এখন 

নিজেকে রাখি আঁধারে ঢেকে ।।


সময় আসলে পাল্টে যায় 

পাল্টেও দেয় সকলকে ,

পরিবর্তনের ভয় যার 

বেড়ে উঠতে পারে না সে ।।


জীবনের এই রঙ্গমঞ্চে 

অভিনয় চলে রোজ ,

অভিনয়ের তারিফ হয়না 

অভিনেতাদের হয় খোঁজ ।।


ঠোঁটের কোণে মিথ্যে হাসি 

ফুটছে কেমন ফুলের মত ,

ব্যথাটা না লুকিয়েই থাক 

কিভাবেই বা বলবে কাকে কত


Rate this content
Log in

Similar bengali poem from Action