অভিনয়
অভিনয়
ধীরে যত হচ্ছি বড়ো
শিখছি কত মিথ্যে বলতে ,
জানছি কতশত পন্থা
সবাইকে মানিয়ে নিয়ে চলতে ।।
কষ্ট হলে আজ আর বলিনা
চোখের জল শুকায় চোখে,
অন্ধকারটায় শান্তি এখন
নিজেকে রাখি আঁধারে ঢেকে ।।
সময় আসলে পাল্টে যায়
পাল্টেও দেয় সকলকে ,
পরিবর্তনের ভয় যার
বেড়ে উঠতে পারে না সে ।।
জীবনের এই রঙ্গমঞ্চে
অভিনয় চলে রোজ ,
অভিনয়ের তারিফ হয়না
অভিনেতাদের হয় খোঁজ ।।
ঠোঁটের কোণে মিথ্যে হাসি
ফুটছে কেমন ফুলের মত ,
ব্যথাটা না লুকিয়েই থাক
কিভাবেই বা বলবে কাকে কত
