STORYMIRROR

Sunanda Chakraborty

Tragedy Action

4  

Sunanda Chakraborty

Tragedy Action

পরাধীনতার অদৃশ্য শৃঙ্খল

পরাধীনতার অদৃশ্য শৃঙ্খল

1 min
217

৭৭ বছর আগে যে দেশ হয়েছিল স্বাধীন ,

না জানি আজ চোখের অগোচরে আসলেই সে পরাধীন ।

ধর্ষণ আর রাহাজানি আজও যেন থামেনি,

বছরগুলো এগিয়ে গেলেও মানসিকতা বেড়ে ওঠেনি ।

বড়ো বড়ো ডিগ্রীধারীরাও মেতেছে জাতপাতের খেলায় ,

সমাজটাকে তারা দিচ্ছে ভাসিয়ে অমানবিকতা ভেলায় ।

দশে মিলে গড়ি দেশ , এই চিন্তা কোথায় গেলো আজ,

একে অপরকে হিংসার আগুনে জ্বালাতে করেনা ওরা লাজ ।

শিক্ষার উদ্দেশ্য জলাঞ্জলী দিয়ে, বিবেকেও দেয় বিসর্জন ,

বুক ফুলিয়ে আবার বলে কত শংসাপত্র করেছি যে অর্জন ।

স্বাধীনতা মানে আকাশে উড়া শুভ্র ওই কপোত,

বাঁচার জন্য করবো লড়াই , অন্যায়ের সাথে নয় আপোস ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy