STORYMIRROR

সৌরদীপ সৌমিত্র চৌধুরী "চন্দ্রচূড়"

Romance

4.0  

সৌরদীপ সৌমিত্র চৌধুরী "চন্দ্রচূড়"

Romance

তোমার প্রতি

তোমার প্রতি

1 min
185

বসন্ত পবনে তোমার স্মিত হাসির আভাস,
আনিল বয়ে ঝরা বকুলের মলিন সুবাস।

সন্ধ্যার আঁধার ঘনায় পশ্চিম দিগন্ত'পরে,
অলির ক্লান্ত গুঞ্জনে শুধুই বাজে ঘরে ফেরার সুর;
চপলা বায় যখন নিবায় সাঁঝের শেষ প্রদীপ,
তখন প্রাণে কি আমার পশিবে আসি....
তোমার নমিত দু'নয়ন প্রণয়বিলাসী?

কোনও বা এক বসন্তবিধুর অমল প্রভাতে,
স্বপনমাঝে তোমাকেই ডাকি যদি বারে-বারে;
তখন আসিবে কি তুমি চঞ্চল চরণপাতে?
দাঁড়াও বা যদি আমার শয়নশিয়রে,
ভাঙাবে কি কবির এই অলস ঘোর....
শিশিরসিক্ত তোমার ওই কেশের পরশে?
মগ্ন করিবে সুপ্তি মম, কোনও এক অজানা হরষে?

ফুরাবে যবে তিমির রাতি, ওগো খেলার সাথী;
ডাকিবে কি মোরে নদীর সেই সুনীল তীরে?
ভোরের আলো অঙ্গে মাখি, হেরিবে যবে প্রাতঃরবি,
হয়তো তখন রাতজাগা কোনও শ্রান্ত পাখি....
বন্ধুবিহীন গাহিবে একাকী, বিরহের ভৈরবী।

**** সমাপ্ত ****


Rate this content
Log in

Similar bengali poem from Romance