STORYMIRROR

Priyanka Dhibar

Action Inspirational

4  

Priyanka Dhibar

Action Inspirational

রক্ষাকবচ

রক্ষাকবচ

1 min
271

শুরুটা ছিল মিলনের;

হিন্দু আর মুসলমানের মহা-মিলন ।

কিন্তু অপভ্রংশগত কারণের ফলে এসে ঠেকেছে,

ভাই দ্বারা বোনের রক্ষার কবচ শিরোনামে ।

কিন্তু এই বন্ধন কি সত্যিই রক্ষার উপায় ?

কেন তবে মনের মাঝে বাসা বাঁধে এত সংশয় ?

মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলি -

লাল হলুদের ডোর হাতের কিনারায় বেঁধে কি হবে ?

তুইও তো এই সমাজেরই জীব,

এই পুরুষতান্ত্রিক সমাজের এক নর খাদকরুপী মানব ।

পারবি কি রক্ষা করতে মেয়ে জাতির অসম্মানকে ?

পারবি কি ঘুচাতে রাতের অন্ধকারে ঘটে যাওয়া কলঙ্ককে ?

পারবি কি অ্যাসিডে পুড়ে যাওয়া মেয়েটাকে সমাজের কাছে নতুন একটা রূপ দিতে ?

পারবি, ঐ ছোটো ছোটো নিষ্পাপ ফুলগুলোকে,

যৌন হয়রানির শিকার থেকে বাঁচাতে ?

পারবি, প্রতিটি কোনায় কোনায় পুরুষ দ্বারা

কুমন্তব্য থেকে মেয়েদেরকে দূরে রাখতে ?

পারবি, প্রতি মুহূর্তে মেয়েদের প্রতি অশালীন আচরণ

আর অবমাননা থেকে নিজেকে বঞ্চিত রাখতে ?

পারবি, পণপ্রথা আর বধূ নির্যাতনের যন্ত্রণা থেকে

মেয়েজাতিকে চিরতরে মুক্ত করতে ?

পারবি, নারীজাতিকে কেবল দেবী রূপে পূজা নয়,

দেবী রূপে তাদের মান্য করতে, শ্রদ্ধা করতে ?

জানি না তুই পারবি কিনা, তবে -

যদি এই পুরুষতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়ে;

ভক্ষক নয়, রক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারিস,

দেখবি তোর হাতে সেদিন একটা নয়,

হাজার হাজার রাখি বাঁধা হবে,

আর সেদিনই হবে আসল রাখীবন্ধন ।।


Rate this content
Log in

Similar bengali poem from Action