রক্ষাকবচ
রক্ষাকবচ
শুরুটা ছিল মিলনের;
হিন্দু আর মুসলমানের মহা-মিলন ।
কিন্তু অপভ্রংশগত কারণের ফলে এসে ঠেকেছে,
ভাই দ্বারা বোনের রক্ষার কবচ শিরোনামে ।
কিন্তু এই বন্ধন কি সত্যিই রক্ষার উপায় ?
কেন তবে মনের মাঝে বাসা বাঁধে এত সংশয় ?
মাঝে মাঝে মনে হয় চিৎকার করে বলি -
লাল হলুদের ডোর হাতের কিনারায় বেঁধে কি হবে ?
তুইও তো এই সমাজেরই জীব,
এই পুরুষতান্ত্রিক সমাজের এক নর খাদকরুপী মানব ।
পারবি কি রক্ষা করতে মেয়ে জাতির অসম্মানকে ?
পারবি কি ঘুচাতে রাতের অন্ধকারে ঘটে যাওয়া কলঙ্ককে ?
পারবি কি অ্যাসিডে পুড়ে যাওয়া মেয়েটাকে সমাজের কাছে নতুন একটা রূপ দিতে ?
পারবি, ঐ ছোটো ছোটো নিষ্পাপ ফুলগুলোকে,
যৌন হয়রানির শিকার থেকে বাঁচাতে ?
পারবি, প্রতিটি কোনায় কোনায় পুরুষ দ্বারা
কুমন্তব্য থেকে মেয়েদেরকে দূরে রাখতে ?
পারবি, প্রতি মুহূর্তে মেয়েদের প্রতি অশালীন আচরণ
আর অবমাননা থেকে নিজেকে বঞ্চিত রাখতে ?
পারবি, পণপ্রথা আর বধূ নির্যাতনের যন্ত্রণা থেকে
মেয়েজাতিকে চিরতরে মুক্ত করতে ?
পারবি, নারীজাতিকে কেবল দেবী রূপে পূজা নয়,
দেবী রূপে তাদের মান্য করতে, শ্রদ্ধা করতে ?
জানি না তুই পারবি কিনা, তবে -
যদি এই পুরুষতান্ত্রিক সমাজের বুকে দাঁড়িয়ে;
ভক্ষক নয়, রক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারিস,
দেখবি তোর হাতে সেদিন একটা নয়,
হাজার হাজার রাখি বাঁধা হবে,
আর সেদিনই হবে আসল রাখীবন্ধন ।।
