আজব ভয়
আজব ভয়


সেদিন আমি ঘুমের ঘোরে ,
হাটতে হাটতে নদীর পাড়ে।
সেদিন ছিলাম অনাহারে,
দেখতে পেলাম হঠাৎ কা রে।
কালো বদন ছিল তার ই,
মনে হল যে কোনো নারী।
ভুতের বেশে ডাইনি বুড়ি,
রক্ত খাবে তাড়াতাড়ি।
ওরে রামো বাঁচাও মোরে,
দৌড়ে এসে নিজের দোরে।
হোঁচট খেয়ে নদীতে পড়ে,
পেছন ফিরে দেখিনি তারে।
পায়ের কাছে ডাইনি বুড়ি,
জলের মধ্যে হুড়োহুড়ি।
উঠে গেলাম তাড়াতাড়ি,
আমি কী তাকে দেখতে পারি?
অবাক হয়ে দেখতে পেলাম,
ঘুমের তালে কী ভেবেছিলাম।
কী দেখে আমি ভীত হলাম,
নিজের ছায়াই দেখতে পেলাম।