STORYMIRROR

Bishal saha

Crime Inspirational Children

3  

Bishal saha

Crime Inspirational Children

শারদীয়ায় ফ্রড কেশ

শারদীয়ায় ফ্রড কেশ

1 min
522


না বাপু,কাজ পাইনি তো কী হল।

   বুদ্ধি টিতো আছে।

অসৎ পথে লাগাব এটা,

ভয় পাব না পাছে।


কথার জালে ফাঁসিয়ে দিয়ে,

কিনব জগৎ টাকে।

অনলাইনে ছক কসবো

কে ধরবে আমাকে ।


বলবো,লেগেছে লেগেছে লটারি।

পুরো পচিশ লাখ,

কথা শুনে পাঁঠা গুলো

ম্যাসেজ করতে থাক।


বলব আমি ব্যাঙ্ক ম্যানেজার,

লিঙ্কে ক্লিক কর।

ক্লিক করে ব্যাঙ্ক ডিটেলস্‌

এখান শেয়ার কর।


সর্বশেষে টাকাগুলো,

পকেটে নেব গুজে।

বলব আমি পুলিশ ডাকো,

পাবে না কেউ খুঁজে।


সিমটা দেব জলে ফেলে,

আনব নতুন সিম।

আবার করব কাউকে ম্যাসেজ

আবার নতুন স্কিম।


Rate this content
Log in

Similar bengali poem from Crime