চির নিদ্রা
চির নিদ্রা
নিদ্রারত হব সবই,
এই লোকে চিরকাল।
তাহার গতে কাঁদিবে তুমি,
কয়দিন , কতকাল।
করছ তুমি ঝগড়া বিবাদ,
ভাবছ সেতো বোকা।
কিন্তু যদি আর না ফিরি,
তখন তুমি একা।
আমার স্মৃতি ফেলে হেথায়,
যাব যে বহু দূরে।
আমার কথা ভেবে ভেবে,
হবে না তো ভবঘুরে।
যাক,
এই নিদ্রা ভাঙবে না আর,
ফিরিব না আমি আর।
আমার শোক টা ভুলে গিয়ে,
সামলেও পরিবার।
