দূষণ
দূষণ


হায়রে মানুষ কেমন তোরা, ডাকিস নিজের অন্ত,
এই পৃথিবী ধ্বংস হলে, হবি যে সর্বশান্ত।
পৃথিবী যে তোর অপর মা, তবুও অপমান,
ডুবিয়ে দিলি সব ভরসা, ডুবালি সন্মান।
তোরাই নাকি ভদ্র মানুষ, কিন্তু নেই যে মায়া,
কথায় আছে যান্ত্রিক জীবন, দুনিয়ার অপয়া।
দূষণ প্রাপ্ত দুনিয়াকে যদি,সুস্থ করতে চাও,
দেখবে তখন স্বাস্থহীন,মানুষ নেই কোথাও।
দূষণ মুক্ত হলে পরেই, জগৎ সুখী হবে,
কিন্তু মানুষ চাইছে শুধু, ধ্বংস হবে কবে।
দেখতে পাবে টেলিভিশনে,দুনিয়া ধ্বংস বার্তা,
ম
োবাইলে তেও দেখতে পাবে, আগাম সতর্কতা।
এসব করে লাভ কি,সাফাই অভিযান কর,
আর্বজনা না ফেলে তাকে, পরিষ্কার কর।
গাছ না কেটে লাগাও গাছ,বাড়বে তত প্রাণ,
জীবজন্তু সব প্রাণীরাই,হবে স্বাস্থ্যবান।
চাইলে তোমরা এখনও পারো,পৃথিবীকে বাঁচাতে,
মানো কিছু নিয়মকানুন, নিজের জন স্বার্থে।
সময় পেলেই গাছ লাগাও,আর্বজনা ফেল না,
ডাস্টবিন ব্যবহার করো,আর কোরো না মানা।
দূষণমুক্ত পৃথিবী হবে, মানলে কিছু নিয়ম,
বাঁচাতে চাইলে দুনিয়াটাকে,নোংরা ফেলো কম।