মনের মানুষ কে
মনের মানুষ কে


ভাবছ তুমি গোপন মনে,চারিদিকে চেয়ে,
প্রেমিকার নামটা কি, মনের মানুষ কে।
নাম যাইহোক অন্য কিছু, মনকে আমি বুঝি না।,
কে যে আমার মনের মানুষ, তাকে আমি চিনি না।
বাবা আমার মনের মানুষ, না না তা কেন হবে,
সারাদিন শুধু চিৎকার, পড়তে বসবে কবে।
পিতৃ ঋণ শোধ হয় না, সব কিছুই করে,
আমি বড়ো ব্যবসায়ী, টাকা পাবে এক মন্তরে।
ছোট্ট থেকে বড়ো হতে, খরচ টাকার গদি,
আমার এক মাসের বেতন, ফিরিয়ে দিই যদি।
মা কি আমার মনের মানুষ, না না চুপ কর,
সারাদিন শুধু একই কথা, মোবাইল বন্ধ কর।
ভালোবাসার সঙ্গী আমার, শ্রেষ্ঠ হল বউ,
সেই আমার মনের মানুষ, নহে তো আর কেউ।
হঠাৎ মন উঠল বলে, বোকা তোরা পুরুষ,
মনের কথা বুঝিস না তো,গাধা রূপে মানুষ।
পিতৃ ঋণ শোধ করা, এত সহজ নয়,
টাকা দিয়ে সব হয় না, ভালোবাসার জয়।
অর্থ নেই তো কিছুই নেই, এবার ফেরাও হুশ,
মাতা পিতা হল সেই,শেষের মনের মানুষ।