কে আমি
কে আমি


অবিচারিত সমাজে স্নিগ্ধ,
যামিনী অস্ত গেছে।
বিচার আবৃত সমাজের,
উৎকণ্ঠা ঘটেছে।
হত দরিদ্র জীবনের অন্ত,
হবে না কী?
অর্থে সুলভ হবে না,
তারা একাকী।
উন্নতি তো শহরে রচি,
গ্রামে তো অবনতি।
গুনের বহাল পায়নি তারা,
হয় না তাদের খ্যাতি।
আচার বিচার লুপ্ত সবই,
তবুও জাতিভেদ।
কর্মেরত শ্রমিক শিশু,
করবে না কী জেদ?
বুদ্ধি অন্ত হেথায় আমার,
আর কিছু না চাই।
বিচার পেল সভ্য সমাজ,
গরিব তাতে নাই।