STORYMIRROR

Bishal saha

Inspirational

3  

Bishal saha

Inspirational

চর্চা

চর্চা

1 min
11.7K

বাঁচার জন্য চাই যে মোদের, অন্য বস্ত্র প্রাণ,

চর্চা হল তাহারই মাঝে, এই ঈশ্বরের দান।

কু চর্চা সু চর্চা, সবই আছে আজি

অপরকে নিয়ে চর্চা করতে,সবাই আজকে রাজি


করো তুমি মহান কর্ম,এটাই বলতে চাই,

খ্যাত তোমার ছড়াবে দুদিন, ভুলবে যে সবাই।

কিন্তু যেদিন তোমার ভুল, রটিলো সবার মাঝে,

রটবে তাহা সারা গ্রামে,বলবে সবাই বাজে।


এই জানিস ওই ছেলেটা,খারাপ ছেলে নয়তো,

বলবে সবই প্রতিবেশী, আপন জনও হয়তো।

দেখবে এখন পরিস্থিতি, মরছে কেউ বা রোগে,

লোকের টাকা ছিনিয়ে যারা,গেল যেচলে ভোগে


বলবে লোকে না না লোকটা, ভালো ছিল,

কত সাহায্য করেছে, কীভাবে যে চলে গেল।

কিন্তু সেই যে ত্রাণ দাতা, করছে সে সৎ কাজ,

লোকেরা বলে হুম!!!স্বার্থ আছে আজ।


বলে নানা অন্য কোনো মন্তব্য, তারা অসৎ বান্দা

দেখবে না অন্য কোথাও, নাম কেনানোর ধান্দা?

ডাক্তার নার্স লড়ছে সবাই, তবুও অপমান,

মাটির ওপর খাচ্ছে বসে, ফিরবে না সন্মান।


বলে এই দেখ করনা আসছে, ছুস না ছুস না,

রোগ ছড়ায় পাপ করে যায়, এরা যেকেন মরেনা

বলছি শুনুন গাধার দলে, নাম লেখালেন নাকি,

যাদের জন্য বেঁঁচে আছেন, ভুলে গেছেন নাকি।


চর্চা ভালো লাগাও সেটা,গুনের উপস্থাপনায়,

অপমান শুধু করেই গেলে, ঢাললে বিষ ভাবনায়


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational