স্কুল:-
স্কুল:-


সকাল থেকেই আজ দক্ষ যজ্ঞ লেগেছে বাড়িতে, তিমির আর নয়না আজ যেন একটু বেশিই উৎসাহিত...হবে নাই বা কেন তাদের কন্যা আদরের মিন্নী সোনা যে প্রথমবার যাচ্ছে আজ স্কুলে। মিন্নীও নতুন জুতো,ব্যাগ,ইউনিফর্ম,জলের বোতল,টিফিনবক্স নিয়ে মা-বাপির সাথে স্কুল নামক কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বেজায় খুশি।
কিন্তু মা-বাপি যখন আর মিন্নীর ক্লাসে না ঢুকে বাইরে দাঁড়িয়ে, তখন ওর কান্নাভেজা মুখ ওদেরও কষ্ট দিচ্ছিল খুবই।
স্কুল ছুটির পর নয়না মুখভার করা মিন্নী কে জিজ্ঞেস করল আদর করতে করতে, কি রকম লাগল সোনা মা প্রথম দিন স্কুলে? কি শিখলে আজ?
মিন্নী মুখভার করেই বলল,'কিচ্ছু না,ম্যাম বলল কাল নাকি আবার আসতে হবে'...