Utso Bhattacharyya

Action Fantasy Thriller

3.5  

Utso Bhattacharyya

Action Fantasy Thriller

সবুজ আতঙ্ক

সবুজ আতঙ্ক

1 min
491



"সবাই যে বলে স্বপ্নে রঙ দেখা যায় না? আ..আমি বেশ দেখতে পাই সবুজ রঙের হাত গুলো বাড়িয়ে ওরা এগিয়ে আসছে— আমায় চেপে ধরতে চাইছে৷ ওদের নাগালের বাইরে সরে যেতে চাই আমি, কিন্তু ওরা ক্রমশ বড় হওয়া সবুজ সবুজ কর্ষিকাগুলো দিয়ে আমায় চেপে ধরে! অনেক কষ্টে সেই ক্লেদাক্ত রসযুক্ত কর্ষিকাগুলো থেকে মুক্ত করি নিজেকে৷ কিন্তু এই যে দেখুন— যে জায়গাটা চেপে ধরে,সেখানটা কেমন সবজে দাগ হয়ে যায়! দুঃস্বপ্ন ভেঙে গেলেও স্বপ্নাহত সেই চিহ্ন, বাস্তবেও আমায় বয়ে বেড়াতে হচ্ছে! ডাক্তারবাবু ওরা কি আমায় বাঁচতে দেবে না?"


   সংবাদপত্রে  " দেহবর্ণ সবুজ, অস্বাভাবিক মৃত্যু" শিরোনামের খবরটি পড়ে তাঁর পেশেন্ট সুশান্তবাবুর কথাগুলো মনে পড়ে যায় ডাঃ পাকড়াশীর! 



    কাগজে আরো লিখেছে, মৃত ব্যক্তির সমস্ত দেহের চামড়া ফুঁড়ে নাকি অজানা কী এক গাছের চারাও বের হয়েছে! মৃতের দেহে ছত্রাকের কথা জানা থাকলেও এমন ঘটনা বিরলতম! পাওয়া গেছে একটি ভয়েস রেকর্ডও৷ একটা রিনরিনে শিসের মত কণ্ঠে সেখানে শোনা গেছে এক সাবধান বাণী—"অভিনন্দন! সবুজের অভিযানের শুভারম্ভ হলো৷ ধীরে ধীরে সবুজের উপনিবেশ দখল নেবে বাকী সব কিছু! খুব তাড়াতাড়ি!"



Rate this content
Log in

Similar bengali story from Action