খুঁজে ফেরে
খুঁজে ফেরে


আগের ট্রেনটা মিস করে যাওয়ায় বেশ আপসোসই হয় শৌভিকের৷ স্টেশনটা বড্ড নিরিবিলি৷ সন্ধ্যের পর থেকে প্রায় লোকজন নেই বললেই চলে৷ অনেক দূরে দূরে এক একটা আলো টিমটিম করে জ্বলছে৷ শৌভিক যেখানে বসে আছে তার কাছাকাছি যে আলোটা, সেটা আবার জ্বলছে নিভছে৷ নাঃ, সে মোটেই ভীতু নয়, কিন্তু আজ সঙ্গে অনেকগুলো টাকা থাকায় এই রকম পরিবেশে সে সঙ্গত কারণেই একটু ভয়ে ভয়ে আছে৷ দিনকাল তো ভালো নয়!
হঠাৎই যেন অন্ধকার ফুঁড়ে একটা লোক শৌভিকের কাছাকাছি হাজির হয়৷ শৌভিক টাকা ভর্তি ব্যাগটা আগের চেয়েও শক্ত করে ধরে৷উঠে স্টেশনমাস্টারের ঘরের দিকে যাবে বলে মনস্হির করে৷ আলো আঁধারিতে আগন্তুকের মুখটা ভালো করে দেখা যাচ্ছিলো না—সরাসরি তাকিয়ে অবশ্য দেখেওনি শৌভিক৷ সেই লোকটা এলোমেলো ভাবে ওরই বেঞ্চের পিছনে কি যেন খুঁজছে! তারপর ফুটবলের মত কী একটা হাতে নিয়ে লোকটা সোজা হয়ে দাঁড়ায়৷ এই সময় টিমটিমে আলোটা যেন একটু সুস্হিত হয় আর তখনই মাত্রাছাড়া আতঙ্কে শৌভিক দেখতে পায়, ওর নিজেরই মুন্ডুটা হাতে নিয়ে দাঁড়িয়ে একটা কবন্ধ!