Utso Bhattacharyya

Horror Tragedy Others

3.5  

Utso Bhattacharyya

Horror Tragedy Others

খুঁজে ফেরে

খুঁজে ফেরে

1 min
318



আগের ট্রেনটা মিস করে যাওয়ায় বেশ আপসোসই হয় শৌভিকের৷ স্টেশনটা বড্ড নিরিবিলি৷ সন্ধ্যের পর থেকে প্রায় লোকজন নেই বললেই চলে৷ অনেক দূরে দূরে এক একটা আলো টিমটিম করে জ্বলছে৷ শৌভিক যেখানে বসে আছে তার কাছাকাছি যে আলোটা, সেটা আবার জ্বলছে নিভছে৷ নাঃ, সে মোটেই ভীতু নয়, কিন্তু আজ সঙ্গে অনেকগুলো টাকা থাকায় এই রকম পরিবেশে সে সঙ্গত কারণেই একটু ভয়ে ভয়ে আছে৷ দিনকাল তো ভালো নয়!



   হঠাৎই যেন অন্ধকার ফুঁড়ে একটা লোক শৌভিকের কাছাকাছি হাজির হয়৷ শৌভিক টাকা ভর্তি ব্যাগটা আগের চেয়েও শক্ত করে ধরে৷উঠে স্টেশনমাস্টারের ঘরের দিকে যাবে বলে মনস্হির করে৷ আলো আঁধারিতে আগন্তুকের মুখটা ভালো করে দেখা যাচ্ছিলো না—সরাসরি তাকিয়ে অবশ্য দেখেওনি শৌভিক৷ সেই লোকটা এলোমেলো ভাবে ওরই বেঞ্চের পিছনে কি যেন খুঁজছে! তারপর ফুটবলের মত কী একটা হাতে নিয়ে লোকটা সোজা হয়ে দাঁড়ায়৷ এই সময় টিমটিমে আলোটা যেন একটু সুস্হিত হয় আর তখনই মাত্রাছাড়া আতঙ্কে শৌভিক দেখতে পায়, ওর নিজেরই মুন্ডুটা হাতে নিয়ে দাঁড়িয়ে একটা কবন্ধ!



Rate this content
Log in

Similar bengali story from Horror