চিত্রপট পাল্টে যায়
চিত্রপট পাল্টে যায়


"কেবল একটিই ঘর ফাঁকা আছে, কিন্তু সেটা যে আপনাকে দেওয়া যাবে না—তাঁর খাস ঘর ওটা৷ ওটা কাউকে দেওয়ার নিয়ম নেই!"
ঝড়বৃষ্টির রাতে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় অবিনাশবাবু পড়েছেন মহাবিপদে৷যাও বা একটা হোটেল খুঁজে পেলেন, সেটাও...
এতক্ষণ অনুরোধের সুরে কথা বললেও রিসেপশনিস্টের শেষের কথাগুলো শুনে মাথাটা গরম হয়ে গেল অবিনাশবাবুর৷
"বিপদে পড়েছি দেখে দাম বাড়াবার ফিকির! কিছু বুঝি না ভেবেছো? তাড়াতাড়ি চাবি দাও!"
রাগে কাঁপতে কাঁপতে লোকটির কলার চেপে ধরেন অবিনাশবাবু৷
রিসেপশনিস্ট লোকটার মুখে একটা অদ্ভুত হাসি খেলে যায়, স্বগতোক্তির ঢঙে বিড়বিড় করে বলে ওঠে,
"আজও ৬ই জুন, গাড়ির নাম্বার ৬৬৬৬!"
চমকে উঠে কলারটা ছেড়ে দেন অবিনাশবাবু—ওনার গাড়ির নাম্বারটা লোকটা কী করে জানলো?
প্রচন্ড শব্দ করে একটা বাজ পড়লো কাছেই আর সাথে সাথেই সব কিছু কেমন যেন পাল্টে যেতে লাগল ৷চারিদিকে নিকষ অন্ধকার, জ্বলজ্বল করছে কেবল শোপিস হিসেবে রাখা একটা সুদৃশ্য স্ফটিকের বোতল৷ বোতলটা ধীরে ধীরে বড় হচ্ছে কি? স্পষ্ট দেখা যাচ্ছে তার মধ্যে রয়েছে সবুজ রঙের তরল! কিন্তু একি? প্রচন্ড আলোড়ন দেখা যাচ্ছে তরলটায়! দুই প্রান্তে তীক্ষ্ণ নখর বিশিষ্ট হাতের পাঞ্জার মত অপার্থিব একটা সর্পিল বস্তু উঠে আসছে তরলটা থেকে! তার শক্তিশালী ঢাক্কার মুখে বোতলটির নরকরোটির মত ঢাকনাকে বড়ই দুর্বল মনে হচ্ছে৷ বোতলটা খুব দ্রুত আকারে বড় হচ্ছে৷
দুর্গন্ধময় তরলটায় ডুবে যাওয়ার আগে অবিনাশবাবু শুনতে পেলেন,
"মিশন সাকসেকফুল, স্যার!"