Utso Bhattacharyya

Abstract Others

3.5  

Utso Bhattacharyya

Abstract Others

মিথ্যে সব লড়াই

মিথ্যে সব লড়াই

1 min
250



     সুপ্রাচীন অভিশপ্ত উল্কিটা নিজদেহে খোদাই করে সে প্রথমে হয়ে ওঠে অপ্রতিরোধ্য এক মহামারীর নিঃশব্দ বাহক৷ হ্যাঁ, কেবলই বাহক! কারণ কালাজাদুর প্রভাবে তার কোনো ক্ষতি করতে পারবে না সেই মারণ জীবাণু৷ তারপর সেই মারণযজ্ঞের বলি—সৎকারহীন মৃতদেহগুলো, সেই পাপাত্মার অঙ্গুলিহেলনে জীবন্মৃত হয়ে চালিত হয় শয়তানরাজ্য প্রতিষ্ঠার কাজে! 


    কোনো সামরিকশক্তির সাধ্য ছিলো না সেই শয়তান সাম্রাজ্যের বিস্তারে বাধা দেওয়ার! মস্তিষ্ক যাদের মৃত, তাদের দেহাংশে আঘাত করে ছিন্নভিন্ন করা যায়, কিন্তু ততক্ষণে সংক্রমণ যে সামরিকবাহিনীর অন্দরেও হানা দিয়েছে! মৃত্যুগুলোয় বেড়ে উঠলো শয়তানের সৈন্যসংখ্যা!



      

     নিষ্কণ্টক শয়তানরাজ্য প্রতিষ্ঠিত হল৷ একমাত্র জীবিত সেই পাপাত্মা! কিন্তু আর তো কেউ বেঁচেই নেই, 'ভোগ' কি একা একা করা যায়?






Rate this content
Log in

Similar bengali story from Abstract