প্রশংসা:-
প্রশংসা:-


- "না না ডি.জে, টি.জি ডাকার দরকার নেই আমার খোকার চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে, আমাদের অর্চিতা বৌমা আছে না সে'ই গান গেয়ে আসর জমিয়ে দেবে নাহয় আমার ছেলে বিয়েতে। এত রবীন্দ্রসংগীত টঙ্গিত গায় অর্চিতা বিভিন্ন জায়গায় গিয়ে, এত স্টেজ শো টো করে"...
কটাক্ষটা ছিল আমার প্রতি আমার এক মাসীশ্বাশুড়ির। প্রায়শই উনি বলে বেড়াতেন,
- "বড়দি কিকরে অনুমতি দেয় নিজের বৌমাকে সংসারের কাজকর্ম ফেলে বিভিন্ন জায়গায় গিয়ে গান বাজনা করতে? আমি হলে গানের বারোটা বাজিয়ে দিতাম এমন বৌয়ের, বিয়ের পর সংসারধর্ম না করে মঞ্চে উঠে গান গাওয়া, তা'ও আবার একপাল অপরিচিত লোকের সামনে! হুহহহ, আদিখ্যেতা যতসব...।"
আমার শিক্ষা সংস্কারে বাঁধছিল মাসীমা কে প্রত্যুত্তর করা। কিন্তু উত্তরটা আমার শ্বাশুড়িমা দিলেন, বললেন,
- "হ্যাঁ গো অর্চি বৌমা, তুমিই গান গাইবে আর তোমার মাসীশ্বাশুড়ি গানের তালে তালে নাচবেন তেনার ছেলে বিয়েতে, বুঝলে?"
এবারে মাসীমার দিকে চেয়ে মা বললেন, -"শোন রে ছোট, নাচটা কিন্তু প্র্যাক্টিস করে নিস, দেখিস লোক হাসানো নাচ নাচিস না আবার, তোর ছেলের শ্বশুরবাড়ির লোকজনও তো থাকবে তখন বল? ভালো করে নাচবি কিন্তু আমার বৌমার গানের তালে তালে, তখন দেখবি গুণের প্রশংসা করা শিখে গেছিস তুইও, বুঝলি....?"