STORYMIRROR

Ranjita Mukherjee

Fantasy Children

2  

Ranjita Mukherjee

Fantasy Children

Prompt -6 (ভাইবোন - ছেলেবেলা )

Prompt -6 (ভাইবোন - ছেলেবেলা )

1 min
177


যাদের ভাইবোন আছে বা যারা নিজেরা ভাই বোন, নিজের না হলেও খুড়তুতো বা জ্যাঠতুতো, তারা ছেলেবেলা টা খুব ভালো উপভোগ করেছে। 

ছেলেবেলায় সুখ দুঃখের সঙ্গী হয় ভাই বোন। রাখিবন্ধন, ভাইফোঁটা সব কিছু ভাইবোনের সম্পর্ক কে আরও মজবুত করে। 

দুপুরবেলায় লুকিয়ে গুঁড়ো দুধ, কাসন্দি দিয়ে কাঁচা আম মাখানো আরও কত কি খাওয়া। ছেলেবেলা টা বেশ তৃপ্তিজনক। মারামারি, চুলোচুলি, কামড়াকামড়ি সব কিছুই চলে -- ছেলে মেয়ে আলাদা বলে কোনো বাছবিচার থাকেনা। মারপিট করার পর আবার কি সুন্দর আদর করে দেওয়া, হামু খাওয়া। 



Rate this content
Log in

Similar bengali story from Fantasy