Ranjita Mukherjee

Abstract Inspirational

2  

Ranjita Mukherjee

Abstract Inspirational

Prompt - 3 (স্পেসশিপ নিয়ে মন্তব্য )

Prompt - 3 (স্পেসশিপ নিয়ে মন্তব্য )

1 min
125


আজ আমাদের গল্পের আসর বসেছে। ছুটির দিনে বিকেলে এরকম গল্পের আসর বসে। 

৩ জনের মধ্যে প্রথম জন বলল, "ভাই আজকের বিষয় নিয়ে তো আমি বলব সত্যজিৎ রায়ের 'বঙ্কু বাবুর বন্ধু' নামক ছোটো গল্পটির কথা। সেই যে রকেট, সেই যে গোলাপি আলো আর সেই যে বঙ্কুবাবুকে বিশ্বভ্রমণ করালো অ্যাঙ নামক জীব টা। ইস্, যদি আমিও ওরকম দেখতে পেতাম....."

দ্বিতীয় জন বলল, "আমি তো নীল আর্মস্ট্রং এর কথা বলতে চাই। এই মহাকাশ যানে করেই যে তারা চাঁদে পাড়ি দিয়েছিলেন।

ভাবা যায় ? কি অকল্পনীয় ব্যাপার ! আমরা এই পৃথিবীর সব জায়গাতেই ঘুরে উঠতে পারিনা আর ওঁরা এক অন্য গ্রহে ( মানে উপগ্রহে ) চলে গেলেন।" 

তৃতীয় জন বলল, "Elon Musk এর SpaceX কোম্পানির কথা জানো তো ? আমিও ওরকম যদি করি ?" 

দ্বিতীয় জন বলল, "আহা, ভাবনাটা মন্দ নয়.. তবে এটা কীভাবে করবে ? ওটা আনবে কোথা থেকে ?" 

এই সব প্রশ্নের ধারা চলতেই থাকলো..  


Rate this content
Log in

Similar bengali story from Abstract