Prompt - 30 (দুঃখের জন্মদিন )
Prompt - 30 (দুঃখের জন্মদিন )
মনে আছে? তোর পঁচিশতম জন্মদিনে ধুমধাম করে সেই রিস্র্টে পার্টি দিয়েছিলি।
আমাকে এসবের কথা না জানিয়ে শুধু তোর বাড়ির কাছে মিট করতে বলেছিলি।
তারপর আমাকে তোর বাইকে করে নিয়ে গিয়ে সোজা রিস্র্টে পার্টিতে ঢুকিয়ে সারপ্রাইজ দিয়েছিলি।
কি যে লজ্জায় ফেলেছিলি আমাকে, ফ্যাক্টরি তে কাজ করে এসে সেই ময়লা জামাকাপড়ে পার্টি এঞ্জয় করতে বলে।
আমি জানি তুই এসব নিয়ে ভাবিস না, তোর কাছে বন্ধুত্ব আর আন্তরিকতা টাই সব।
আর তাই তো আমরা দুই বন্ধু নই, যাকে বলে দুই ভাই।
কিন্তু তার পরের দিন ঘোর কাটেনি তোর।
তাই সেই ঘোরের মধ্যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে....
আমার দীর্ঘশ্বাস পড়ে গেল রে, এরপরের শব্দ গুলো আর বেরোতে চাইছেনা।
আজ আবার তোর জন্মদিন.. কিন্তু পঁচিশের তুই আর ছাব্বিশে পা দিলিনা।
এই বলে ঐতিহ্য তার ফটো অ্যালবাম টা বন্ধ করল আর কিছুটা আর্তনাদের সুরে ফুঁপিয়ে উঠলো।