Prompt -10 ( মনোবল ভাঙবে সমস্ত শিকল )
Prompt -10 ( মনোবল ভাঙবে সমস্ত শিকল )
দৃশ্যমান শিকল কে যেমন কঠিন হাতের শক্তি ভাঙে,
তেমনি অদৃশ্য শিকল কে ভাঙার সাহস রাখে কঠিন মনের শক্তি।
একজন বলবান ব্যক্তি দিনের পর দিন শারীরিক কসরতের মধ্যে দিয়ে নিজের শরীর কে গড়ে তোলে। তার সমস্ত শরীরে, হাতে ভীষণ শক্তি।
তার এক ঘুসিতে সে ভেঙে দিতে পারে পাথর। তার এক হ্যাঁচকা টানে ভেঙে পড়ে লোহায় গড়া শিকল।
কিন্তু তাকে জীবনে এমন কোনো সমস্যায় জীবনে পড়তে হল যে সে কোনো ভাবে সেই পরিস্থিতি থেকে বের করতে পারছেনা নিজেকে।
তার শরীরের এতো শক্তি কোনো কাজে আসছেনা। তখন সে একজন ব্যক্তির সাহায্য নিল। এই যে দ্বিতীয় ব্যক্তি, ইনি দেখতে অতি শীর্ণকায়, গায়ের রং এমনকি জামাকাপড়-ও ময়লা। ইনি খুবই দরিদ্র। জীবনের এমন এমন চরম অকল্পনীয় সময় কে কাটিয়ে উঠেছেন যে এনার অতি ক্ষুদ্র অনাথালয়ের বাচ্চারা এনার পরম ভক্ত হয়ে উঠেছে। আর অসম্ভব কঠিন মনোবলের অধিকারী এই ব্যক্তির সাহায্য নিয়ে ঐ শক্তিমান ব্যক্তি তার জীবনের সমস্যা কাটিয়ে উঠলো।