STORYMIRROR

Ranjita Mukherjee

Abstract Children Stories Others

3  

Ranjita Mukherjee

Abstract Children Stories Others

Prompt -11 (রোবটের সঙ্গে )

Prompt -11 (রোবটের সঙ্গে )

1 min
262

বাবা তার ছেলেকে বলল, "দেখ খোকন তোর জন্য একটা রোবট এনেছি। তোর সঙ্গে খেলা করবে, তোকে গল্প বলবে। সব সময় তোর সঙ্গে থাকবে। তোর আর একা একা মনে হবেনা।"

খোকন বড় খুশি। সে রোজ সকাল-সন্ধ্যে সেই রোবটের সঙ্গে খেলা করে। গল্প করে। 

বেশ কয়েক বছর কেটেছে। খোকন এখন যুবক। রোবট আজও তার সঙ্গী। সেই ছোটোবেলার রোবটটি নয়, কিন্তু নতুন একটি। সে রোবটের নাম রেখেছে সল্ভার। সল্ভার সব সমস্যার সমাধান ওর কাছে। 

আস্তে আস্তে একদিন সবাই হয়ত রোবট ব্যবহার করবে আর এইভাবেই তারা আমাদের সব কাজ করে দেবে। যদিও জানি, এর ভালো দিক আর খারাপ দিক দুই-ই আছে।  


Rate this content
Log in

Similar bengali story from Abstract