STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Others Children

3  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Others Children

নীল নদীর মোহনা

নীল নদীর মোহনা

3 mins
26


শান্তিনিকেতনের নিকটবর্তী এক ছোট্ট অখ্যাত গ্রাম হলো প্রান্তিক । সেই গ্রামের চারিদিকে ছিল সবুজের বাহার এলোমেলো কাঁচা মাটির রাস্তা বট বট অশ্বত্থের ছায়া আর পাখির দলের অকৃত্রিম কলকাকলি । সব মিলিয়ে এখানে পল্লি প্রকৃতি আপনাতেই আশ্বস্থ। 


এই প্রান্তিক গ্রামের উপর দিয়েই বয়ে গিয়েছিল কোপাই নদী । এই কোপাই ছিল বক্রেশর নদীর একটা ছোট অংশ , যা বয়ে গিয়েছিল এই প্রান্তিকের উপর দিয়ে । আর এই নদী ঘিরেই গড়ে উঠেছিল এক ছোট্ট প্রেম কাহিনী । 


ছোট থেকে একসাথে বড় হয়েছে পলাশ ও নীলিমা । এই প্রান্তিক গ্রামেই ছিল তাদের বাস । পাশাপাশি বাড়ি হওয়ার দরুন কৈশর থেকেই তারা ছিল একে অপরের খুব ভালো বন্ধু । পলাশ ভালোবেসে নীলিমাকে বলতো তুই হলি আমার " নীল নদীর মোহনা " । রোজ তারা বিকাল বেলা  চলে আসতো এই কোপাই নদীর ধারে । এই কোপাই নদীর ঘাট ছিল তাদের সব থেকে প্রিয় জায়গা । আর সেই ঘটে বসেই দুজনে মিলে কাটিয়ে দিতো সারাটা বিকাল। 


এই ভাবে যখন তাদের কৈশর প্রায় শেষের দিকে। আর তাদের বন্ধুত্ব ডানা মেলেছে ভালোবাসার স্নিগ্ধ আকাশে । এমনি একদিন পলাশ এক মনে তাকিয়ে ছিল কোপাই নদীর নীল জলের দিকে । তখন পিছন থেকে নীলিমা পলাশের কাঁধে হাত রেখে জিজ্ঞাস করে । যদি আমি কোনোদিন তোর জীবন থেকে হারিয়ে যাই , তাহলে কি করবি তুই ?


পলাশ তখন নীলিমার দিকে চেয়ে একটু মুচকি হেসে  বলে ; তুই না আমার " নীল নদীর মোহনা " । আর যদি হারিয়েও যাস ; তাহলে আমার বিশ্বাস ঠিক একদিন তুই আবার আমার কাছে ফিরে আসবি জীবন নদীর কোনো না কোনো এক মোহনায় ।


পলাশের কথা শুনে দুই চোখ জলে ভরে এলো নীলিমার । কয়েক ফোঁটা জল ঝরে পড়লো মাটির উপর। সেই দেখে পলাশ বলে একি রে বোকা তুই কাঁদছিস কেন। তুই কোনো দিনও আমার জীবন থেকে হারিয়ে যাবিনা , আমি তোকে হারিয়ে যেতে দেবো না । এই বলে বুকের মাঝে সে জড়িয়ে ধরে নীলিমাকে । আর বলে একদিন আমি তোকে একটা নদী কিনে দেবো । সেই নদী শুধু হবে তোর । আর তুমি আমার সেই " নীল নদীর মোহনা " ।


সেই শেষ দেখা পলাশের সাথে নীলিমার । কারণ তার পরের দিনই নীলিমার বাবার চাকরীর বদলির জন্য ওনারা চলে যায় পাটনা শহরে । শুধু পরে থাকে তাদের খালি বাড়িটা স্মৃতির পরিকাঠামো হয়ে । 


এই জন্যই বুঝি সেই দিন পলাশের থেকে হারিয়ে যাওয়ার কথা বলেছিল নীলিমা , কেঁদে ফেলেছিল অঝোর ধারায় । সে মুখ ফুটে বলতে পারেনি তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা , পলাশকে ছেড়ে চলে যাওয়ার কথা ।


তারপর কেটে গেছে কুড়িটা বছর । এই প্রান্তিক গ্রামেই একা রয়ে গেছে পলাশ । আজও সে রোজ এসে বসে থাকে সেই কোপাই নদীর ঘাটে , চেয়ে থাকে নদীর ক্রমাগত বয়ে চলা নীল জলের দিকে। খুঁজে পেতে চায় তার চোখ সেই হারিয়ে যাওয়া " নীল নদীর মোহনাকে " ।


ভালবাসা বুঝি একেই বলে । কুরি বছর আগের কৈশর কালের অপরিণত প্রেমের ঔরসকে আজও বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছে পলাশ। আর অপেক্ষায় আছে সে জীবনের সেই মোহনার যা আবার ফিরিয়ে দেবে  তার সেই হারিয়ে যাওয়া প্রাণের সাথী " নীল নদীর মোহনাকে " অর্থাৎ নীলিমাকে । 


পাবে কি সে ফিরে তার সেই হারিয়ে যাওয়া " নীল নদীর মোহনাকে " ?








Rate this content
Log in

Similar bengali story from Abstract