STORYMIRROR

Sayantani Palmal

Fantasy Inspirational Others

3  

Sayantani Palmal

Fantasy Inspirational Others

নীল_দিগন্ত

নীল_দিগন্ত

1 min
199

#Blue_imagination


মহুয়ার চোখের কোল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। স্বামী, সন্তান সবাই ব্যস্ত নিজের জগৎ নিয়ে। তাকে নিয়ে ভাবার নূন্যতম সময়টুকু নেই তাদের। সে যেন বিনে পয়সার কেয়ারটেকার এ বাড়ির। ফেসবুক খুলল মহুয়া। হঠাৎ একটা গ্রুপের নাম দেখল, " নীল দিগন্ত" , সাহিত্য সংক্রান্ত গ্রুপ। 


" আমার কয়েকজন বন্ধুকে ইনভাইট করব।"

" খাবার অর্ডার দিয়ে দিও। আমি বইমেলায় ব্যস্ত থাকব। ইনফ্যাক্ট দুবেলাই অর্ডার কোরো কারণ আমার গ্রুপ মিট আছে, যে হাউস দুটো থেকে আমার কবিতা আর গল্পের বই বেরিয়েছে ওদের স্টলে গিয়ে বইতে অটোগ্রাফ দিতে হবে।"

ছোট থেকে কল্পনাপ্রবণ মহুয়া আজ তার কল্পনা শক্তির সাহায্যে নিজের জন্য একটা মুক্ত নীল আকাশ খুঁজে নিয়েছে।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy