আঁধার_শেষে
আঁধার_শেষে
#black_power
রাত বারোটা। চারিদিকে নিঃসীম কালো অন্ধকার। দুটি মেয়ে হেঁটে চলেছে। চারজোড়া মানুষরূপী শ্বাপদের চোখ পড়ল তাদের ওপর। মেয়ে দুটি বুঝতে পারলো তাদের ঘিরে ধরছে নারীদেহ বুভুক্ষু শকুনরা। পুরুষত্ব দেখাতে উন্মুখ চারজন হতবাক হয়ে দেখল হঠাৎ করেই মেয়ে দুটির জোরালো পাঞ্চ তাদের মুখে আছড়ে পড়ল। তারা বুঝতে পারল ক্যারাটের প্যাঁচে এই দুটি মেয়ে দশজনের মহড়া নিতে পারে। জোরালো হুইসেলের আওয়াজ হল। চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে।
" পৃথা আর অগ্নিশিখা, তোমাদের মত দক্ষ অফিসারের জন্য এই দুষ্কৃতীরা ধরা পড়ল। রাতেরবেলা মেয়েদের সর্বনাশ করে বেড়াচ্ছিল এরা। তোমাদের জন্য এ শহরে অন্ধকার পেরিয়ে নতুন ভোর হবে।" সিনিয়র অফিসার বললেন।