STORYMIRROR

Sayantani Palmal

Inspirational Others

3  

Sayantani Palmal

Inspirational Others

নারাঙ্গি নটিস

নারাঙ্গি নটিস

1 min
158



" " নারাঙ্গি নটিস" কি ছিরির নাম!" মুখটা বাঁকালেন মীরা দেবী। কমপ্লেক্সের কমিউনিটি হলে কমলা জামা আর নীল জীন্স পরে একদল ছেলেমেয়ে ড্রাম বাজিয়ে তারস্বরে হিপহপ গান গাইছে। টাওয়ার বি এর ফ্ল্যাটগুলোয় থাকে সব। বাঙালী, অবাঙালি সব মিলিয়ে মিশিয়ে গানের ব্যান্ড খুলেছে ওরা। মীরা দেবীর একদম সহ্য হয় না ওই ক্যাটক্যাটে কমলা জামা আর ফাটা জিন্স পরা ছেলেমেয়েগুলোকে। উচ্ছন্নে যাওয়া সব।

" টেনশন মত লিজিয়ে আন্টিজি। হাম সব দেখ লেঙ্গে।" 

প্রশান্তবাবুর এক্সিডেন্টের খবরটা যখন পান দিশেহারা হয়ে গিয়েছিলেন মীরা। সবার কাছে সাহায্য চাইছিলেন। ঠিক সেইসময়ই পাশে এসে দাঁড়ায় নারাঙ্গি নটিস। সেদিন থেকে সবকিছু সামলাচ্ছে ওরাই।

কমলা রংটা কখন যেন মীরার প্রিয় হয়ে উঠেছে।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational