STORYMIRROR

Sayantani Palmal

Romance Classics

4  

Sayantani Palmal

Romance Classics

গোলাপী_মন

গোলাপী_মন

1 min
400

#pink_romance


বারান্দা থেকে নিচের উঠোনে তাকিয়ে ছিল রেবা। আজ দোলের দিনে সবাই রং খেলায় মত্ত। রেবারও দোল খেলতে ইচ্ছে করছে কিন্তু তার মনের মধ্যে এখন ঝড় চলছে। তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। একটুক্ষণ চোখ বন্ধ করে মনের সঙ্গে যুদ্ধ করার পর রেবা মায়ের ঘরে গেল। আলনা থেকে গোলাপী শিফনটা তুলে নিল।


অর্ঘ্যর চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে যেন কারুর দেখা পাওয়ার জন্য উন্মুক্ত সে। তার প্রতীক্ষার অবসান ঘটল। রেবা বেরিয়ে এসেছে, পরনে গোলাপী শাড়ি। তারা দুজন তো কথা বলতে পারে না তাই মুখে বলে নয় গোলাপী শাড়ির মাধ্যমেই রেবার মনের কথা জানার উপায় স্থির করেছিল সে।


Rate this content
Log in

Similar bengali story from Romance