STORYMIRROR

Sayantani Palmal

Inspirational Others

3  

Sayantani Palmal

Inspirational Others

হলুদ_সূর্য

হলুদ_সূর্য

1 min
179

#yellow_sunshine


" কি রে মুখটা এমন থমথমে কেন?"

মুখটা নিচু করে ঝিনুক বলে," বাবার কারখানায় লকআউট হয়ে গেছে। মা লোকের বাড়ি রান্না করে যা পায় তাতে সংসার আর আমাদের পড়াশোনা চালানো সম্ভব হচ্ছে না। বাবা একদম চুপচাপ হয়ে গেছে। পড়াশোনা বন্ধ করে দিতে হবে। আমাকে একটা কাজ খুঁজে দাও না কাকু।"

 অজয় একটু ভাবলো তারপর বলল," মনে সাহস রেখে চল আমার সঙ্গে।"


হলুদ ট্যাক্সিটার গায়ে পরম যত্নে হাত বুলাচ্ছে ঝিনুক। অজয় কাকু নিজে হাতে ধরে তাকে চালানো শিখিয়েছিল।

 তাদের সংসারে নতুন সূর্যোদয় ঘটিয়েছে এই ট্যাক্সি। সংসারের হাল ফিরেছে, বাবার নতুন দোকান, ভাইয়ের পড়াশোনার সঙ্গে সঙ্গে নাইট কলেজে পড়ে আজ গ্র্যাজুয়েট হল ঝিনুক।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational