Sayantani Palmal

Classics Thriller

4.3  

Sayantani Palmal

Classics Thriller

বগেনভিলিয়া

বগেনভিলিয়া

1 min
355


#purpel_mystery


মন্তাজ বাগানে এসে বগেনভিলিয়া গাছটার কাছে এল। পার্পেল ফুলে ছেয়ে আছে গাছটা। ভীষন সুন্দর দেখাচ্ছে। একবার ফুলগুলো ছুঁয়ে দেখে ফেরার উদ্যোগ নিল মন্তাজ। আজ একটু তাড়া আছে তার। একটু পরেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। রাঁচি যেতে হবে ব্যবসার কাজে। মন্তাজ পেছন ফিরতেই বগেনভিলিয়া গাছটা হওয়ার প্রবল ভাবে আন্দোলিত হতে লাগলো যদিও বাগানের অন্য গাছগুলো দুলছে না।

খবর দেখছিল মন্তাজ তার যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মন্তাজ জানত এমন কিছু একটা হবে। যেদিন থেকে তার প্রিয় আলসেশিয়ান রোভারকে বগেনভিলিয়া গাছটার নীচে সমাধি দেওয়া হয়েছে সেদিন থেকে গাছটা ঠিক সময় মতো বিপদ সংকেত দেয় তাকে।


Rate this content
Log in

Similar bengali story from Classics