Sayantani Palmal

Classics Inspirational Others

4  

Sayantani Palmal

Classics Inspirational Others

সবুজের মাঝে

সবুজের মাঝে

1 min
386


#Green_nature_life


চুপচাপ বসেছিলেন হরেন বাবু। গ্রাম ছেড়ে কিছুদিন হল শহরে এসেছেন। দম বন্ধ হয়ে আসছে তাঁর এই কংক্রিটের জঙ্গলে তাছাড়া গ্রামে চাষবাস করতেন, গাছপালা লাগাতেন। সবুজ তাঁর প্রাণ। নিজের হাতে টাকাপয়সাও থাকত কিন্তু বয়স হয়েছে বলে ছেলে আর তাঁদের একলা গ্রামে রাখতে রাজি নয়। মন মরা হরেন বাবু হাঁটতে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল তাঁর। মাথার মধ্যে কি যেন একটা ঝিলিক দিয়ে উঠলো।

" নব জীবন নার্সারি" এখন রমরম করে চলছে। হরেন বাবু তাঁর এই নার্সারি ব্যবসার মাধ্যমে আবার সবুজের মাঝে ফিরতে পেরেছেন, রোজগারও বেশ হচ্ছে। কংক্রিটের মাঝেও সবুজ নিয়ে নতুন ভাবে বাঁচতে শিখেছেন হরেন।


Rate this content
Log in

Similar bengali story from Classics