Sharmistha Mukherjee

Abstract Tragedy Inspirational

5  

Sharmistha Mukherjee

Abstract Tragedy Inspirational

মৃতা না ডিভোর্সি

মৃতা না ডিভোর্সি

1 min
526


     


" আমরা কি দোষ করেছিলাম মা , কেনো তুই আমাদের ছেড়ে চলে গেলি ? " এই বলে চীৎকার করে কাঁদছেন পরিতোষ দত্ত । পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছেন ওনার স্ত্রী রমা দেবী । বাড়ি ভর্তি লোকজন আর চারিদিকে শুধুই কান্নার শব্দ । একমাত্র মেয়ে পিয়ালীকে দাহ করে ফিরেছেন পরিতোষ বাবু ও অন্যান্য আত্মীয়রা । সকলেই পরিতোষ বাবুকে শান্তনা দিচ্ছেন কিন্তু তিনি বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলছেন, " মৃতা মেয়ের জন্য শোক করার থেকে ডিভোর্সি মেয়ে অনেক ভালো । মৃত মেয়েকে দাহ করার থেকে ডিভোর্সি মেয়েকে বুকে আগলে রাখা উচিত । আমরা ভুল করেছি, একসময় সব ঠিক হয়ে যাবে ভেবেছিলাম । পাপ করেছি মেয়েকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি । তাই ভগবানের এই চরম শাস্তি । " 


Rate this content
Log in

Similar bengali story from Abstract