Himangshu Roy

Comedy Thriller

1.0  

Himangshu Roy

Comedy Thriller

খুনী

খুনী

1 min
8.7K


(হৃদরোগের রোগীরা পড়া থেকে বিরত থাকুন,ভীতুদের জন্য নহে)

না, আর না আজকেই ওকে শেষ করব,অনেক কাঁদিয়েছে আমায়।ওকে শেষ না করলে শান্তি পাব না।ছোটবেলা থেকেই আমার প্রতিশোধস্পৃহা ভয়ংকর।একবার একটা ছেলে আমায় পাথর ছুঁড়েছিল আমিও তক্কেতক্কে ছিলাম সুযোগ বুঝে একদিন মাথা ফাটিয়ে দিয়েছিলাম ছেলেটার।

বিছানার লেপটা তুলে চকচকে ছুরিটা নিয়ে আস্তে আস্তে ওর কাছে গেলাম বুকটা ডিপডিপ করছে.... ঘুমুচ্ছে ও । শেষ একবার ওকে আদর করার ইচ্ছে হল। পড়নের চাদরটা খুলে নিলাম নীরবে,ছুরি দিয়ে গোলাপি জামাটা ছিঁড়ে ফেললাম।ও উলঙ্গ এখন,নিটোল শরীরটায় হাত বুলোলাম আপাদ মস্তক, ফর্সা শরীরটা শেষবারের মত দেখে নিয়ে বুকে দিলাম ছুরিটা বসিয়ে। তবু যেন শান্তি পেলাম না । বটিটা নিয়ে এলাম রান্নাঘর থেকে টুকরোটুকরো করলাম ওকে। যদিও আমার হৃদয়ে ওর কোন অস্তিত্ব নেই তবু চোখের কোন দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল।কেউ যাতে গন্ধ না পায় তাই সুগন্ধি মশলা মিশিয়ে দিলাম। শরীরটা বিয়েবাড়ির মাংসের সাথে মিলিয়ে দিলাম, কেউ বুঝতেই পারবে না.....

কি ভাবছেন?

আমার ফাঁসি হল না কেন আরে মশাই পিয়াঁজ খুন করে কেউ কি ফাঁসিকাঠে ঝোলে?

যান গিয়ে পিঁয়াজ দিয়ে মুড়ি খান পিয়াঁজ খুন করলেও , কেউ আপনাকে ফাঁসিকাঠে লটকাবে না।


Rate this content
Log in

Similar bengali story from Comedy