Himangshu Roy

Drama

2.3  

Himangshu Roy

Drama

আড়াই খুড়ো

আড়াই খুড়ো

2 mins
6.1K


-কীরে নয়ন কই যাস?

কষ্ট করিয়া মস্তক ঘোরাইয়া দেখলাম আমারই এক বন্ধু, বললাম

-কোথাও না এই একটু বাজারে যাব

-ও,আচ্ছা।শুনলাম তুই নাকি দাসবাড়িতে টিউশনি পড়াস?

-হুম ,পড়াতাম তবে এখন আর পড়াই না ছেড়ে দিয়েছি

-সে কি রে!! কেন?

-আর বলিস না অঙ্কের জন্য

-অঙ্কের জন্য!!তুই তো অঙ্কে ভালো বলে শুনেছিলাম

-আরে নানা ওই অঙ্ক না সমস্যাটা হচ্ছে আড়াই নিয়ে

-আড়াই নিয়ে !!

-হুম বলছি শোন

দাসবাড়ির খুড়ো ওনার নাতিকে পড়ানোর জন্য বলেছিলেন,সেই মতো গেলাম।বললেন মাসে হাজারটাকা করে দেবেন,ছেলেটাকেও দেখলাম মন্দ না পড়াশোনা ভালই করে।তাই পড়ানো শুরু করলাম।

ভালই পড়াচ্ছিলাম ,হঠাৎ একদিন কি খেয়াল এল খুড়ো আমাকে বললেন এই হিসেবটা মিলিয়ে দেত

আমি বললাম ঠিক আছে বলুন-

খুড়ো বলতে শুরু করল-

মনে কর আজ থেকে প্রায় আড়াই বছর আগে দুপুর আড়াইটের সময আড়াই কেজি ইলিশ মাছ নিয়ে নন্দু বাড়িতে ঢুকল

-আচ্ছা

তারপর আড়াই কেজি ইলিশ মাছের আড়াই ভাগ করা হল।

-আচ্ছা

-তারপর সেই ইলিশ মাছ আড়াইশ গ্রাম তেলে ভাজা হল

-আচ্ছা

-তারপর মনে কর আমার পোষা আড়াই মাসের বিড়ালটা ছোট্ট একটা টুকরো নিয়ে পালাল,ধরলাম মাছের টুকরোটার ওজন আড়াই গ্রাম

-আমাকে কি বের করতে হবে?

-অঙ্কটা তো শেষ করতে দে

-আচ্ছা বলুন

-তারপর আড়াই লিটার জল দিয়ে চান করলাম ,আড়াই ঘন্টার মধ্যে রান্না হয়ে যাওয়ায় বাজারে গেলাম।বাজারে ইলিশের দোকানে আড়াইশটাকা বাকী ছিল ,আড়াই মন ধান বেচে শোধ করলাম।

-তবে আমি কি বের করব?

-আরে দাঁড়াও ছোঁড়া অত অস্থির হচ্ছ কেন

-হুম(রাগতস্বরে)

- বাজার খরচা কিনলাম আড়াইশ টাকার । ইলিশ মাছ খাওয়ায় বেজায় গ্যাস হচ্ছিল তাই আড়াই টাকার গ্যাসের ওষুধ কিনে খেলাম।

বাড়ি এসে প্রচন্ড দাঁতব্যাথা হচ্ছিল তাই ডিসপ্রিন দিয়ে আড়াই মিনিট ধরে কুলকুচি করলাম।তারপর....

-না থাক আর বলতে হবে না ,আমি প্রায় চুপ করিয়ে দিলাম আপনার অঙ্ক আপনার কাছেই থাক ,আমি চললাম

-তোমার মত ছেলে ছোকরাদের জ্ঞানের দৌড় কতটা তা কি আমি জানিনা।সবে তো শুরু করলাম এরপর আমার চুলের আড়াই ভাগ প্রায় পেকে গেল ,নাতনিটার বয়সও আড়াই হতে চলল,গিন্নিও গত হয়েছেন আড়াই মাস হল।

মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে।আমি উল্টোপাল্টা বলতে শুরু করলাম।

-আপনার আড়াই বছরের বউ গত হয়েছে আড়াই গ্রাম হল,আপনার আড়াই লিটারের বেড়াল বাচ্চা ছিল ,আড়াইটে নন্দু ইলিশ মাছ নিয়ে এসেছিল।

-উহু না

খুড়ো আমায় বাধা দেওয়ার চেষ্টা করে কিন্ত আমি থামি না বলতে থাকি

-আপনার আড়াইটে দাঁত ভাঙা আছে,আপনার মাথায় আড়াইটে চুল আছে

আমার কথায় খুড়ো ভ্যাবাচেকা খেয়ে যায় ,আয়না দিয়ে দাঁত, চুল দেখে ভালো করে ,তারপর বলে

-কই আমার দাঁত ,চুল সবই তো আছে।

আমি বললাম এটা আপনার বর্তমান আর যেটা বললাম সেটা আপনার আড়াই দিনের ভবিষ্যৎ

খুড়ো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে,বললেন

-কিন্ত আড়াইশ তেলের হিসেব তো মিলল না

-ওটা আপনি আপনার নতুন নাতির নতুন মাস্টারের মাথায় দিয়েন আমি আর আসব না ।

এই বলে চলে এসেছি,বল ঠিক করেছি কি না?

কিন্ত আশেপাশে দেখি কেউ নেই, বন্ধু গেল কই?

ঘড়ি দেখলাম আড়াইটে বাজতে আড়াই মিনিট বাকি!!

আপনি কি গল্পটা পড়েছেন? কত সময় নষ্ট করলাম বলুন তো?,আড়াই মিনিট তো হবেই তাইনা?

https://kagjkalom.blogspot.com/2019/04/blog-post_3.html



Rate this content
Log in

Similar bengali story from Drama