Shilpi Dutta

Fantasy

2  

Shilpi Dutta

Fantasy

খামের ভিতর সত্যি

খামের ভিতর সত্যি

1 min
8.6K


নীল খামে মোড়া চিঠিটা হাতে নিয়েই চমকে উঠলো প্রত্যুষ। কালকে অফিস থেকে ফেরার সময় অরিত্রিকা বলেছিল ‘আমি জানি তুমি এখনো আমাদের সর্ম্পকের কথাটা আর আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি সেটা তোমার বউকে বলতে পারবেনা, তাই আমিই তোমার বউকে সব চিঠি লিখে জানিয়ে দেবো।’

     কিন্তু চিঠিটা খুলে প্রত্যুষ দেখল তাতে লেখা আছে ’তুমি চিন্তা করো না এটা আমার একার সন্তান তাই তোমাকে সবরকম দায় থেকে মুক্ত করলাম। ভেবোনা একে আমি নষ্ট করবো না, আমার পরিচয়ে মানুষ করব।’

       প্রত্যুষ মনে মনে বলল যে মেয়েটাকে একটা নরম, দুর্বল মনের বলে সে এতদিন ভেবে এসেছে তার ভিতরে এত সাহস ও মনে এত শক্তি ছিল সে আগে বুঝতেই পারেনি। মাতৃত্ব সত্যি মেয়েদের অনেক শক্তিশালী করে। তার খুব ইচ্ছা হল সত্যিটাকে সবার সামনে স্বীকার করে নেওয়ার কিন্তু নিজেকে আজকে যেন তার খুব ছোট মনে হল।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy