মিষ্টি মিথ্যা
মিষ্টি মিথ্যা


—শ্রী তুমি প্লিজ বিশ্বাস কর মিমির সাথে আমার কোন অন্যরকম রিলেশন নেই, প্রফেশনাল রিলেশন ছাড়া। আমাদের সুখের জন্যই তো আমার অফিসে একটু এক্সট্রা টাইম কাজ করা।
—আমার এত বুঝে কাজ নেই অনুরাগ আমি আর তোমার সাথে থাকতে পারবোনা। আজকে বিকালেই আমি উকিলের কাছে যাবো।
অনুরাগ কিছু না খেয়েই অফিসে চলে গেল। অফিসে গিয়ে বারবার শ্রীতমার সাথে তার প্রেমপর্বের কথা মনে পড়তে লাগল। নিজের মনে মনে বলল ‘সত্যি শ্রী কে আজকাল একটুও সময় দিতে পারিনা ওর মনে তো সন্দেহ হতেই পারে’। অনুরাগ ঠিক করল সে কিছুতেই শ্রী কে উকিলের কাছে গিয়ে নিজেদের সর্ম্পক ভাঙতে দেবে না। এই ভেবে সে অফিস থেকে হাফ ছুটি নিয়ে দুপুরেই বাড়ী ফিরে এল।
দরজা খুলে অনুরাগ কে দেখেই শ্রী হেসে ফেলে বলল ‘যাক্ বাবা ওষুধে কাজ হয়েছে। সকালে তো না খেয়েই চলে গেলে, এখন ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও তারপর ডক্টর ব্যানার্জীর কাছে আমাকে নিয়ে যাবে। কালকে ইউরিন টেস্টের রির্পোটটা পজিটিভ এসেছে। তুমি অত রাত করে ফিরলে তাই আর বলিনি।
অনুরাগ কি বলবে বুঝতে পারলোনা। শ্রীতমা বুকে টেনে নিয়ে বলল ‘তুমি একটুও বদলাওনি শ্রী, আগের মতই আছো একদম পাগলি। আমাকে তো ভয়ই পাইয়ে দিয়েছিলে।’