হারিয়ে পাওয়া
হারিয়ে পাওয়া
—তুই আমাকে সবসময় এতো আগলে রাখিস কেন বলতো?
— তোকে খুব ভালোবাসি তাই।
—তার মানে তুই দিয়াকে কি ভালোবাসতিস না?
—বাসতাম রে ওকেও ভালোবাসতাম। কিন্তু তখন বুঝতে পারিনি যে কাউকে শুধু ভালোবাসলেই হয় না। নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়। নিজের ভালোবাসাকে ধরে রাখতে হয়। তাইতো ওকে হারিয়ে ফেললাম। আর ওকে হারানোই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে।
—তাই বুঝি তুই সবসময় আমাকে তোর বুকের মধ্যে জড়িয়ে রাখিস?
—হ্যাঁ। হয়তো তাই।
—তাও যদি আমি কোনোদিন দিয়ার মতো তোকে ছেড়ে অনেক দূরে চলে যাই, তখন তুই কি করবি বাবাই?
—সে ব্যাপার নিয়ে আমার কোনো টেনশন নেই। কেন জানিস পাগলি?
—কেন?
— কারণ আমি জানি তুই কোনোদিন কাউকে দেওয়া প্রমিস ভাঙ্গিস না। আর তুই আমাকে প্রমিস করেছিস যে তুই কোনোদিন আমাকে ছেড়ে যাবিনা। তাই নয় তুই সারাজীবন আমার সাথে থাকবি আর নয়তো যেখানেই যাবি আমাকে সঙ্গে নিয়ে যাবি। সো আই হ্যাব নো টেনশন। সুমি হেসে মাথা রাখলো বাবাইয়ের বুকে আর বাবাইও শক্ত আলিঙ্গনে বেঁধে ফেললো তার জীবনের প্রিয় সঙ্গিনীকে।