কথা দিলাম
কথা দিলাম


—দিয়া একবার নিচে এসে দ্যাখ কে এসেছে।
—কে মা?
বলতে বলতে দিয়া সিঁড়ি দিয়ে নেমে এলো। নীল রঙের শাড়ী পরে দিয়া যখন সিঁড়ি দিয়ে নামছিল অনীকের মনে হচ্ছিল যেন আকাশ মাটিতে নেমে আসছে।
নিস্তব্ধতা ভাঙলো দিয়ার মা।
—তারপর কবে ফিরলি আমেরিকা থেকে?বাড়ীর সবাই ভালো তো?
—হ্যাঁ কাকীমা। মা তো এবার বলেই দিয়েছে বিয়ে না করে আর যেতে দেবেনা। তাই ভাবছি বিয়েটা করেই ফেলবো। মা মেয়ে দেখতে শুরু করেছে।
অনীকের কথা শেষ না হতেই দিয়া কাজ আছে বলে নিজের ঘরে চলে গেল। আর দিয়ার মাও অনীকের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে গেলেন। আর বলে গেলেন দিয়ার ঘরে গিয়ে বসতে।
—কিরে দিয়া চলে এলি যে?
—এমনি।
—সুন্দরীরা যখন রেগে যায় তখন আরো সুন্দর লাগে আজকে এটা নিজের চোখে দেখে নিলাম। সব কথা না শুনে রাগ করার অভ্যাস তোর এখনো গেলোনা।
এই বলে অনীক দিয়াকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল,
—আমি মাকে বলে এসেছি আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করবো তবে তার যদি এতদিনে মত পাল্টে না যায় তবে। কিরে আমাকে বিয়ে করবি তো দিয়া?
অনীকের বুকে মাথা রেখে দিয়া বলল ‘কথা দিলাম আমি শুধু তোমার।’