Pronab Das

Fantasy

0  

Pronab Das

Fantasy

জন্ম মৃত্যু

জন্ম মৃত্যু

1 min
808


আমাদের অমলেন্দু বাবু নিজেকে একজন চিন্তাশীল দার্শনিক বুদ্ধিজীবী বলে মনে করেন। বছর পাঁচেক হল তিনি ট্রাম কোম্পানি থেকে রিটায়ার করেছেন। এর পর থেকেই তিনি তার অবশিষ্ট জীবন চিন্তার মত মহৎ কর্মে নিজেকে নিয়োজিত রাখার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। মানব জাতির হিতার্থে প্রত্যহ নিয়ম করে সকাল বিকেল মিলিয়ে ঘন্টা পাঁচেক তিনি গম্ভীর হয়ে চিন্তা করেন। দিনের শেষে রাতে শুতে যাওয়ার আগে তার সুচিন্তিত মস্তিস্কের ফসল সযত্নে নোটবুকে নোট করে রাখেন। এক একদিন চিন্তার এক এক টা বিষয় থাকে । আজ তার ভাববার বিষয় জম-মৃত্যু। অনেক ভেবে সরাদিন পর রাতে শুতে যাওয়ার আগে নোট বুকে লিখলেন:


জন্মের সাথে মৃত্যুর সম্পর্ক ততটা যতটা মৃত্যুর সাথে জন্মের। জন্ম না হলে মৃত্যুর কোনো সুযোগ নেই।


জন্ম মৃত্যুর এই মূল্যবান দুলাইন নোট বুকে লিখে গর্বের সহিত বিছানায় শুতে গেলেন।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy