গভীর রাতের গল্প
গভীর রাতের গল্প
সে এক সময় ছিল,
গভীর রাতের ইচ্ছেগুলো
যখন শুধু তোকে নিয়েই ঘেরা।
দিনের কোলাহল হোক বা রাত্রের নিস্তব্ধতা
ছিলনা কোনো দুশ্চিন্তা।
দিনগুলো ছিলো বড়ো রঙীন,
কেবল তোর কল্পনায় ঘেরা।
সময়ের বহমান স্রোতে
কখন যে হারিয়ে গেলি,
বুঝলামই না।
হাজার চেষ্টাতে এখনও
পেলাম না খুঁজে আমাদের গল্পটা।
আজকাল কি যে হয়েছে!
হটাৎ করেই গভীর রাতের
নিস্তব্ধতা'টা বড্ড কানে লাগে।
চাঁদের রুপোলি আলোতেও
রাত পেঁচা'টাও কেমন যেন
দিশেহারা হয়ে পড়েছে।
মনে হয়, বিষণ্ণ মনে সেও
তমসাবৃত আঁধারে যেন
তোর সঙ্গই প্রার্থনা করে।