STORYMIRROR

Krishna Banerjee

Abstract Crime Others

3  

Krishna Banerjee

Abstract Crime Others

দ্যা প্রফেশনাল কিলার

দ্যা প্রফেশনাল কিলার

2 mins
142

     

                              সারা পৃথিবীতে খুনের ইতিহাস প্রচুর আছে। এমন উদাহরনো প্রচুর আছে যে খুন একজন করছে আর সাজা আর একজন পাচ্ছে। কিন্তু আজ এমন একজন কিলারের কথা বলবো না তাকে কেউ কোনদিন দেখেছে, না তার সম্বন্ধে কেউ কিছু জানে। এই মানুষটির আসল নাম, পরিচয় কোনটাই কারো জানা নেই। কোথায় থাকে সে কি করে এত ঠান্ডা মাথায় খুনকরে বার বার বেঁচে যায়। সারা দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে তাকে খুঁজে বার করতে। পুলিশ যাকে খুনি প্রতিপন‍্য করে ধরে নিয়েযাচ্ছে অথচ সে কিছুই বলতে পারছেনা।

                                চারদেওয়ালের মাঝখানে একটা ল‍্যাপটপ যেটার মধ‍্যে সারা দেশের বিভিন্ন  রাস্তার C.C.Tv কানেকটেড দেখলে মনে হবে দেশের সমগ্র C.C.Tv ঐ লোকটাই কন্ট্রল করছে। কে এই লোকটা একটা আলো আাঁধারিতে ঐ লোকটাকে চলাফেরা করতে দেখা যায় কোন একজন ব‍্যক্তিকে তিনি ফোন করছেন। ঐ ঘরটার মধ‍্যে একটা মিউজিক বাজতে শোনা যায়। যে লোকটার পকেটে ফোনটা বেজে ওঠে তিনি পথ চলতি একটি মানুষ যার সাথে এই লোকটার কোন সম্পর্কই নেই। ফোনটা ধরেই লোকটি প্রশ্নকরে হ‍্যালো কে? কোন জবাব আসেনা, সুধু তার কানে আসে একটা সুন্দর মিউজিক, লোকটা মিউজিকটা শোনার পর কেমন যেন অন‍্য রকম হয়ে যায়। এবার অপরদিক থেকে একটা কন্ঠ শোনাযায়। আপনি আমাকে শুনতে পারছেন? লোকটি বলে হ‍্যাঁ পাচ্ছি। আপনার সামনে কি দেখতে পাচ্ছেন? লোকটি বলে সামনের চায়ের দোকানে চারটে লোক চা খাচ্ছে আর তার থেকে একটু দুরে একটা লোক অ‍্যটার্জি হাতে দাঁড়িয়ে কারো অপেক্ষা করছেন। লোকটা বলে গুড। আপনার  পকেটে কি আছে? লোকটি পকেটের দিকে তাকিয়ে বলে আমার পকেটে একটা ফাউন্টেন পেন আছে। অপর দিক দিয়ে উত্তর আসে গুড এবার আপনি ঐ অ‍্যাটার্জি হাতে লোকটির পাশে গিয়ে দাঁড়াও।  লোকটি গুটি পায়ে গিয়ে দাঁড়য় লোকটির পাশে, অপর দিকথেকে অওডার আশে আপনি পকেট থেকে পেনটা বারকরে ডাকনাটা খুলুন, লোকটি ঢাকনা খুলে বলে এবার। অপর দিকথেকে অওডার আসে আপনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার ঘারের কাছে কয়েক বার আঘাত করুন যতক্ষণ না সে মাটিতে লুটিয়ে পড়ছে। লোকটা পেনের ডগা দিয়ে আগাত করে অপর লোকটি মেরেফেলে লোকটা কয়েক মুহুর্তের মধ‍্যেই মাটিতে লুটিয়ে পড়ে। অপর লোকটির ফোন ডিসকানেক্ট হতেই সে শুনতে পায় অন‍্যান‍্যরা খুন খুন করে চেল্লাচ্ছে তারসামনে একটি লোকের বডি পড়ে আছে তার হাতে ধরে থাকা কলমের গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। লোকটা আর্তনাদ করে বলে আমি মারিনি ওকে। অপরদিকে দেখাযায় ঐ কালো পোষাক পড়া লোকটি একটি সিমকার্ড ডেস্ট্রয় করে ফেলে দেয়, ল‍্যাপটপটা ফোল্ড করে একটা ব‍্যাগে ঢুকিয়ে কাউকে ফোন করে হাঁটতে হাঁটতে জানায় গেম ওভার। টাকাটা আমার ব‍্যাঙ্কে ট‍্যান্সপার করেদিন। যার হাতে খুনটা হয়েছে পুলিশ তাকে অ‍্যারেস্ট করে তার কথামতো কললিস্ট চেক করে। একটি নাম্বারে শেষ আধাঘন্টা তারসাথে কথা হয়েছে। পুলিশ কল করবার চেষ্টা করে নাম্বারটা অস্তিত্ব হীন বলে। তবে লোকেশন ট্রাক করে দেখা যায় নাম্বারটা লাস্ট লোকেশন দেখাচ্ছে তারা যাক অ‍্যারেস্ট করেছে তার বাড়িতেই।

                


Rate this content
Log in

Similar bengali story from Abstract