আমি বোকা হতে চাই
আমি বোকা হতে চাই
পশ্চিম বঙ্গের লাভপুর গ্রামের একটি ছোট্ট বাচ্চার স্বপ্ন সে নাকি বড় হয়ে বোকা হতে চায় । শুনতে ভারি অবাক লাগছে তাইনা । আমিও প্রথমে কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম , লোকে ডাক্তার হতে চায় কেউবা হতে চায় ইঞ্জিনিয়ার ,অথচ লোভ পুরের সিতলা তোলা স্কুলের পঞ্চম শ্রেনীর একটি বাচ্চা বড় হয়ে বোকা হতে চায় । বাচ্চাটার নাম এখানে দেবার দরকার আছে বলে আমার মনে হয়নি তাই বললামনা কিন্তু যেটা আসল কথা সেটা হল একটা ঐটুকু বাচ্চা হঠাৎ এমন কথা বলল কেনো ? যেখানে আজকাল সবচাইতে লাভজনক বিজনেস হলো রাজনীতি , বাড়িতে হয়তো ডক্টর বা ইঞ্জিনিয়ার নিয়ে তেমন কথা না হলেও রাজনীতি নিয়ে আলোচনা হয়না এমন পরিবার খুব কমই রয়েছে । কিছু কিছু পরিবারের লোকজন তো আবার তাদের সন্তানদের বলেন পড়াশুনা না করলে বরহয়ে রাজনীতিতে নাম লেখাবি ওখানে শিক্ষার তেমন একটা দরকার হয়না , শুধু নিজের নামটা লেখা শিখে নিস তাহলেই হবে । একবার যদি একটু দাপুটে নেতা হতে পারিস তাহলে অমন শিক্ষিত তোর সামনে পিছনে ঘুরবে , ওরাই তোর সকল কাজ করে দেবে তোকে শুধু একটা সই করতে হবে । আর একটা জিনিস শিখতে হবে যেটা হল টাকার হিসাব । ব্যাবসাটা বিনা পুঁজির হলে কি হবে ইনকাম হাজার হাজার কোটিতে তাই হিসাবে একটু পাকা না হলে অসুবিধা হয়ে যাবে । বাবা তুই একবার নেতা হয়ে গেলেই তোর তিন পুরুষের আর চিন্তা থাকবেনা । আর যদি একবার যেভাবেই হোক মন্ত্রী যদি হতে পারিস তাহলেতো আর কথাই হবেনা । দেখুন যদিও এটা সকলের জন্য প্রযোজ্য নয় তবে কিছু মানুষ এমনও রয়েছে , যে কারণে একটা অবুঝ বালকের মুখ থেকে এমন একটা অবাক করা কথা বেড়োতে বাধ্য হয়েছে ।
প্রাইমারি স্কুলের পড়া শেষ করে হাই স্কুলে প্রবেশ । আজ পঞ্চম শ্রেনীর প্রথম দিন । ছাত্র - শিক্ষক কেউই কাওকে চেনেনা । আমরা যখন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম সেদিনও আমাদের সাথে আলাপ পর্ব সেরে আমাদের ক্লাস টিচার জানতে চেয়েছিলেন আমরা কে কি হতেচাই বোরহয়ে ? আমি বলেছিলাম আর্মি অফিসার হবো যাইহোক সেভাবেই নিজেকে প্রস্তুত করলেও অফিসার হয়ে ওঠা হয়নি আমার , আমাদের ব্যাচের 55 জনের মধ্যে কারো কারো ছেলেবেলার স্বপ্ন পূরণ হয়েছে আবার কারো অবস্থা আমার মত, তিরেজিয়েও তোরি ভেরেনি । যাইহোক আমি যেমন আছি ভালই রয়েছি কিন্তু আমার তেতাল্লিশ বছরের জীবনে এমন আগামীর কথা কাউকে বলতে শুনিনি কিন্তু এই বাচ্চাটা বলেছে । প্রথম অবস্থাতে বিষয়টা ছেলেমানুষি মোন হলেও , বিষয়টা মোটেও ছেলেমানুষি ছিলোনা ।
নতুন স্কুল , নতুন ক্লাস রুম, নতুন বন্ধু বান্ধব , সবটাই একেবারে নতুন । আজ এই নতুন বিদ্যালয়ে প্রথম দিন দীনেশের ( এটা গল্পের তাগিদে দেওয়া নাম ) অন্যান্য বাচ্চাদের পাশাপাশি দীনেশের আজ প্রথম দিন এই বিদ্যালয়ে । প্রথমের দুটো বেঞ্চ ছেড়ে তৃতীয় বেঞ্চের দ্বিতীয় সিটে বসেছে সে । ক্লাস টিচার ক্লাসে ঢুকতেই সকলে উঠে দাঁড়ালো। তিনি সকলকে বসতে বলে , টেবিলে রেজিস্টারটা রেখে নিজ আসন গ্রহণ করলেন তিনি , প্রথমে আলাপ পর্ব শেষ করে এবার এক এক করে তাদের ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলেন , কিছুক্ষণের মধ্যেই দীনেশের কাছে পৌঁছলেন শিক্ষক মহাশয় , তিনি তাকে প্রশ্ন করলেন তুমি ভবিষ্যতে কি হতে চাও ? ছেলেটি প্রচণ্ড সরলতার সাথে উত্তর দিলো , স্যার আমি বড় হয়ে বোকা হতে চাই । তার এইরুপ উত্তরে সমগ্র ক্লাসরুম হেঁসে ওঠে । শিক্ষক সকলকে শান্ত হতে বললেন তার পর আবার তাকে বলল “ বাবা তুমি যদি বোকা হও তাহলে সকলেজে তোমাকে ঠকাবে । ছেলেটা আবার আর সরলভাবে বলল স্যার আমিতো কাউকে ঠাকাবনা, আমরা সকলে যদি চালক হয়ে একে অপরকে ঠকাতে থাকি তাহলে একদিন অন্যরাও সেই সুযোগ নিয়ে আমাদের দেশের মানুষকে ঠকাবে । আমি নাহয় বোকাই রইলাম স্যার ।
এতক্ষণ শিক্ষক মহাশয় যে বাচ্চা টাকে বোকা ভাবছিলেন , সেই বাচ্চার মুখে তিনি যেটা শুনলেন তার গুরুত্ব যে কতখানি সেটা বোঝা সকলের সাধ্যের নয় । এটুকু বয়সের একটা বাচ্চা জার মধ্যে সমাজের অবক্ষয় কি ভীষণ ভাবে দাগ কেটেছে সেটা গভীরতার সাথে না ভাবলে আচ্ছা আচ্ছা বুদ্ধি জীবিরো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে । আজ যদি ওর ক্লাস মেট হতে পারতাম আমিও হয়তো ওর পাশেগিয়ে দাঁড়িয়ে বলতাম স্যার , ভবিষ্যতে আমি বোকা হতে চাই । অমন চালক হবার দরকার নেই আমার যে চালাকির দাড়া আমি আমার ভাইকেই বধ করবো ।
সমাপ্ত
