STORYMIRROR

Krishna Banerjee

Abstract Romance Others

3  

Krishna Banerjee

Abstract Romance Others

তবু ভালোবাসি তোকে

তবু ভালোবাসি তোকে

4 mins
14


                 দুদিন পর রবিবার , আমার একটা অলিখিত ছুটি থাকে । মানে মাঝে মধ্যে রবিবারও সময় দিতে হয়, যাইহোক এ সপ্তাহে কোনো মিটিং না থাকায় ছুটিটা পাক্কা তাই রেশমী কে রবিবার সময় দিলাম । হালকা ঠান্ডা রয়েছে , ডিসেম্বরের প্রথম সপ্তাহ দুপুরের রোদ্দুরটা খুব একটা খারাপ লাগবেনা । আমরা ঠিক করলাম ঠিক 2 টো নাগাদ আমরা দেখা করবো ভিক্টোরিয়ার মেন গেটে । ফোনটা রেখে দিলো রেশমী । ও ফোনটা রাখার পর থেকে মনটা বেশ উতলা হয়ে উঠলো। হাজার রকমের প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে লাগলো কি এমন হয়েছে যে আজ 10 বছর পর হঠাৎ ওর আমাকে মনে পড়ল। প্রথম থেকেই ও একটু স্বার্থপর ধরনের মেয়ে , তাই নিজের বিপদ ছাড়া আমাকে মনে পড়বার কোথাও নয় । এই ধরনের সাত পাঁচ ভাবছি হঠাৎ আবার ফোনটা বেজে উঠল , আমি ভাবলাম বোধহয় রেশমী আবার ফোন করেছে , ফোনের স্কিনের দিকে না তাকিয়েই কলটা রিসিভ করে বললাম হ্যাঁ বলো । ওপার থেকে কোম্পানির ওনারের গালা ভেসে আসলো , আমি বলছি , মাথাটা চারাং করে ঘুরে গেলো 360° ঘুরে গিয়ে বললাম হ্যাঁ স্যার বলুন ? উনি বললেন ফোনটা কে করছে না দেখেই কল রিসিভ করে নাও । আমি বললাম না স্যার আসলে আপনিতো সন্ধ্যার আগে ফোন করেন না , এই সময় সাধারণত আমাদের এমপ্লয়রায় ফোন করে , আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই না দেখেই ফোনটা ধরে ফেলেছি , কিছু মনে করবেন না স্যার । ওপার থেকে উত্তর আসলো it's ok যে জন্য তোমাকে ফোন করেছিলাম , তুমিতো বলেছিলে কয়েকটা দিন তোমার বিশ্রামের প্রয়জন তাই দার্জিলিংয়ে আমার একটা ফার্ম হাউস রয়েছে , হালকা ঠান্ডা এখন তুমি চাইলে কয়েকদিনের জন্য ওখান দিয়ে ঘুরে আসতে পারো , আমি সব ব্যাবস্থা করে দিচ্ছি । আমি বললাম স্যার যেতেতো আমারও ইচ্ছে করছে কিন্তু ……! ওপার থেকে উত্তর আসলো আর কোন কিন্তু নয় , কবে যাবে সেটা বল । আমি সেভাবেই সব কিছু ব্যাবস্থা করবো । জানুয়ারি থেকে মার্চ কিন্তু কোন রিলিফ পাবেনা। আমি বললাম স্যার তাহলে আপনি মঙ্গলবার ফাইনাল করুন , গোছ গাছের জন্য কিন্তু সম্বারটাও আমাকে ছুটি দিতে হবে । স্যার বললেন ছেলে মানুষ তোমার আবার গোছ গাছের কি রয়েছে । আমি বললাম স্যার লাস্ট দশ বছরের মধ্যে কলকাতা ছেড়ে আমি কোথাও যায়নি । তাই বাইরে যাবার মত কোন পোষাক আমার কেনা নেই , এছাড়াও বাইরে যেতে হলে টুকটাক কিছু নিতে হয় । স্যার বললেন ওকে ওকে ছুটি দিলাম কমন । আমি ধন্যবাদ জানিয়ে ফোনটা রাখলাম , কিছু সময়ের জন্য রেশমীর কথা ভুলেই গিয়েছিলাম , সন্ধ্যায় বাড়ি ফেরার পর মনটা কেমন যেনো বলতে লাগলো ওকে একটা ফোন করে । নম্বরটা চেঞ্জ হয়েছে আমি সেটা সেভ করে নিলাম কিন্তু মস্তিষ্ক আমাকে ফোন করতে মান করলো । আগে মনের কথা শুনে ওর কাছে বহুবার ঠকেছি । আমার জীবনে যদি আমাকে কেউ ঠকিয়ে থাকে সেটা হল রেশমী তাই মনের কথা আজ আর শুনলাম না ফলে বার দুয়েক ভাববার পরেও ওকে ফোন করলাম না ।

                     সেদিন রাতে খেয়ে দেয়ে শুয়ে পড়লাম , মাঝখানে একটা দিন তারপর দশ বছর পর ওর সাথে দেখা হবে । মনের মধ্যে অনেকগুলো খোভ , অভিমান বাসা বেঁধে রয়েছে । শুয়ে শুয়ে ভাবতে থাকলাম এই সুযোগে সবটুকু উগলে দেবো , আবার ভাবলাম বলল কোন একটা বিপদে পড়েছে , কি এমন বিপদে পড়তে পারে ? সাত - পাঁচ ভাবতে ভাবতে কখন যেনো ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানিনা । সেল ফোনের সময় সংকেত দেওয়া থাকে , সে ঠিক সাতটার সময় বেজে উঠলো । আরও একটা নতুন দিন , সকালটা খুবই চাপের হয় আমার জন্য। নিয়ম করে দাঁড়ি কাটা, রাতের জামাকাপড় ধুয়ে , স্নান সেরে নিত্য পূজা করে চা বিস্কিট খেয়ে তারপর রান্না শেষকরে , খাবার গুছিয়ে নিয়ে অফিসে যাওয়া । ওই ঘণ্টা দুয়েকের মধ্যে নিজের জন্যও সময় পাইনা তাই রেশমীর কথা মাথায় এলোনা। একা মানুষের রান্না আহামরি কিছুই করিনা , বেশিরভাগ দিনটা ডিম আর আলু সিদ্ধ দিয়ে ভাত , শুধু মাত্র ছুটির দিনে মনের মত করে রান্না করি গুছিয়ে গছিয়ে । আজ রাতে অফিসের একটা পার্টি রয়েছে তাই একবেলার মতোই রান্না করে বেরিয়ে পড়লাম ।

                              দুপুরের খাওয়া দাওয়া শেষ করে থালা - বাটি ধুয়ে নিয়ে আবার নিজের কেবিনে গিয়ে বসলাম , দুপুরে আর রাতে খাবার পড়ে একটু মৌরি খাওয়া আমার অভ্যাস , ওটা ছাড়তে পারিনি , এছাড়া নেশা বলতে তেমন কিছু নেই । অফিসের পার্টি থাকলে সামান্য মাত্রায় আলকোহাল নেওয়া হয় , সেটাও খুব মার্জিত পরিমাণে । অফিসারদের সাথে সমতা বজায় রাখতে যেটুকু নিতে হয় আরকি । মৌরির প্যাকেটটা খুলে কিছুটা মৌরি মুখে দিয়েছি এমন সময় আবার ফোনটা বেজে ওঠে , রেশমী ফোন করেছে । মৌরি চিবাতে চিবাতে ফোনটা ধরে বললাম হ্যাঁ রেশমী বলো ? ও একটু ধরা ধরা গলাতে বলে , কাল তাহলে আসছো তো ? আমি বললাম হ্যাঁ আসছি , আমি ঠিক দুটোর মধ্যে পৌঁছে যাবো । রেশমী বলে একটু আগে দেখা করা যায়না । আমি বললাম আসলে কালকে ছুটির দিন , সারা সপ্তাহের অনেক কাজ থাকে , রেশমী বলে না আসলে ………. ঠিক আছে তোমার যখন সুবিধা হবে আমি তখনি আসবো । আমি বললাম আচ্ছা ঠিক আছে একটার সময় , রেশমী আর কথা বারায়না বলে ঠিক আছে এখন তাহলে রাখি । আমি আবার বলি তোমার কি হয়েছে ? রেশমী বলে ফোন বলা যাবেনা সামনা সামনি বলবো । আমি বললাম ঠিক আছে , রেশমী বলল তাহলে এখন রাখি । আমি বললাম ঠিক আছে । ফোনটা কেটে দিলো রেশমী । আমি ফোনটা রাখলাম কিন্তু মনের মধ্যে এবার একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো এমন কি হয়েছে ওর।

                                     বাকিটা আগামী পর্বে…….


Rate this content
Log in

Similar bengali story from Abstract