Gopa Ghosh

Fantasy

5.0  

Gopa Ghosh

Fantasy

ভুলের খেসারত

ভুলের খেসারত

2 mins
737


ছুটির দিনে বউয়ের সাথে কোথায় একটু রোমান্স করব না সকাল থেকেই আমার বউয়ের চিৎকার

"নিজে ভুল করবে আর আমাকে তার খেসারত দিতে হবে বলছি তুমি ভেবেছো টা কি বলতো?"

"আমি আবার কি ভুল করলাম?"

বউয়ের মেজাজ গেল আরো চড়ে

"ভুল কি তোমার একটা যে বলবো ? শত শত ভুল করে বসে আছো"

আমি বুঝলাম ছুটির দিনটা আমার গেল তাই আর কথা না বাড়িয়ে প্রতিবরের মতই চুপ করে গেলাম। কিন্তু আমি চুপ করলেই আর ও চুপ করবে কেন

"আজ তো তোমার ছুটি শোনো আজ বিকেলে আমাকে নিয়ে একবার মলে যেও"

আমার বুকটা আর পকেটটা দুটোই ছ্যাৎ করে উঠলো

"এখন আবার মলে কি করবে"

"কি আর করব , কিছু কেনাকাটা করব"

বউয়ের গলাটা যেন আরো গম্ভীর লাগলো

বুঝলাম আমার আর কোনো না করার উপায় নেই। অফিসের দোহাই দেওয়া যাবে না। ভাবতে লাগলাম আর কোন ছুতো বার করতে পারি কিনা। তবে ছুতো টা খুব মজবুত হতে হবে, না হলে কাল থেকে আর রেহাই নেই। যেন কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু এখনই মনে পড়ে গেলো এইরকম করে বললাম

"বিনা আমিতো আজ যেতে পারব না কারণ আজ মণ্ডল দার বাড়িতে একটা আলোচনা আছে, এই অফিসের বিষয়"

একটু চুপ করে থেকে বিনা বলল

"ঠিক আছে তুমি এখন মন্ডল দা কে ফোন করে বলে দাও তোমার যেতে একটু দেরি হবে ওই আধ ঘন্টার মতো"

আমি বললাম

"আধ ঘন্টা কেন, তুমি তো মলে যাবে বলছিলে, সে তো অনেকক্ষণ এর ব্যাপার"

আমার চা টা কাপে ঢালতে ঢালতে বিনা বলল

"ভুল করেছো সেটা শুধরাতে হবে না?"

"বলবে তো কি ভুল করলাম?"

এবার যেন মনে হলো বিনার গলাটা একটু নরম

"সে পরে শুনবে খন এখন চা খেয়ে স্নানটা সেরে নাও"

কি জালা ভুল করলাম আমি কিন্তু কি ভুল সেটা মনে পড়ছে না, আর বিনা কিছুতেই বলবে না। হাজার বার ভেবেও এই ভুলের কিনারা করতে পারলাম না। অগত্যা বিকেলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় রইল না।

ঠিক সময় মতো বিনা রেডি। অগত্যা বউকে নিয়ে বেরোলাম আমার ভুল শুধরে নিতে।

সেদিন যেহেতু অফিস কাছারি ছুটি ছিল তাই মলে খুব ভিড়। আমি বিনাকে বললাম

"আজ খুব ভিড় ছাড়ো অন্য দিন তোমায় আবার নিয়ে আসবো"

কটমট করে আমার দিকে তাকিয়ে বললো

"অন্যদিন নয় যা হবে আজকেই"

কিছুটা হুমকির মতো শোনালো। এত লোকের ভিড়ে আর কোন উত্তর দিলাম না। এবার বিনা সোজা গেল শাড়ির কাউন্টারের দিকে।

"এই তো সেদিন শাড়ি কিনলে আবার শাড়ি কি হবে?"

"এত ভুলে যাও কেন তুমি ? সেদিন যে শাড়িটা পছন্দ করেছিলাম তুমি আমাকে না জানিয়ে সেটা বদলে অন্যটা ব্যাগে ভরে ছিলে, আর তুমি যখন কাউন্টারে আমি আর লক্ষ্য করিনি যে ওটা অন্য শাড়ি ছিল,ভুলটা তোমার তাই আজকে শুধরে নিতে তোমাকে আবার আনতে হল"

আমার মুখে আর কোন কথা বের হলো না। এবার বুঝলাম আমার ভুলটা কি ছিল,তবে ওটা যে আমি ইচ্ছে করে করিনি সেটা আর বলতে ইচ্ছে করলো না। শেষ পর্যন্ত ভুলটা আমার বউ শুধরে ই ছাড়লো।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy