Gopa Ghosh

Abstract Classics

4.5  

Gopa Ghosh

Abstract Classics

বিয়ের ভোজ

বিয়ের ভোজ

1 min
494


দীর্ঘ আট বছর প্রেম করার পর মিলন আর শিলা বিয়ের সিদ্ধান্ত নিল। দুই বাড়ির কথা বার্তায় বিয়ে পাকা হলো বটে কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। মিলন আর শিলা চায় না বিয়ের জন্য কোনো ভোজের বন্দোবস্ত করতে। মিলনের বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো " তবে নিমন্ত্রিতদর খালি পেটে ফিরতে হবে?" শিলার মা এর সাথে যুক্ত করলো " তাহলে মন্দিরে গিয়ে বিয়ে করাই ভালো"। শিলা মুচকি হেসে উত্তর দিলো " কে বলেছে নিমন্ত্রিতদের জন্য খাবার ব্যবস্থা থাকবে না, শুধু নিমন্ত্রিতদের তালিকা আমরা তৈরি করবো"। এরপর আর কথা হয় না। বিয়ের দিন মন্দিরে বিয়ে সম্পন্ন হওয়ার পর সদ্য বিয়ে করা দম্পতি হাজির হয় পাড়ার মাঠে। দুজনে ব্যস্ত হয়ে পড়ে রাস্তার কুকুরদের খাওয়াতে। সেই মেনুতে মাছ, মাংস, বিরিয়ানি সব ছিল। দুজনের হাতে খাবারের ঝুড়ি, যত্ন করে খাবার পরিবেশন করছে। মিলন বাবাকে দেখে বলে উঠলো " এটাই আমাদের দুজনের ইচ্ছে ছিলো"।


Rate this content
Log in

Similar bengali story from Abstract