যদি ফিরে পাই
যদি ফিরে পাই
বসন্ত শেষে ঝড়ের দাপট লেগেছে জীবন দ্বারে,
ঝরা পাতায় কালিমা মাখায়ে সমাপ্তির বার্তায়,
গোধূলির লালিমা মাখা দিবস দিগন্ত পারে,
অন্তহীন অন্ধকারে ডোবাবে রবির খেলায় |
শেষ বয়সে তারার আলোয় স্বপ্ন দেখা নয়ন,
দেখতে পেয়েছে কৈশোরের প্রথম ভালোবাসা,
অবুঝ বয়সে সবুজ প্রেমে হৃদে জাগে আলোড়ন,
অনুভবের শিহরণে কেটে যায় কুয়াশা |
মনের গভীরে উত্তাল ঢেউয়ে চঞ্চল অনুভূতি,
কৌতূহলী মনের মাঝে ঝড়ের আবর্তন,
ভরিয়ে রেখেছে আকাশে বাতাসে হৃদয়ের বিভূতি,
তোমার দুচোখে পূর্ণতা পাক লজ্জার আভরণ |
আবার যদি বাসনা জাগে কৈশোরে ফিরে যাই,
একই সাথে পথ চলতে মনের কথা বলি,
শরমে মাখানো চাহনির মাঝে সম্মতি যদি পাই,
আবেগ ঝরিয়ে গুনগুনিয়ে শোনাই গানের কলি |
আবার যদি কিশোর হয়ে চাই অন্তরে আশ্রয়,
দাঁড়িয়ে থাকি স্কুলে যাবার পথ আগলে ধরে,
বলতে গিয়ে প্রাণের কথা মুখ রাঙা লজ্জায়,
হাজার কষ্ট হাসিমুখে নিও মনের কথাটি পড়ে |

