STORYMIRROR

Nityananda Banerjee

Action Crime

3  

Nityananda Banerjee

Action Crime

তুরুপের তাস

তুরুপের তাস

1 min
161

দাবার চালে উল্টে গিয়ে পাশা ;

তোমার নেশায় মাতাল হল মন,

তাসের ঘরে স্তব্ধ হয়ে নেশা ;

রঙ লাগিয়ে নাচে ইস্কাপন ।

সাহেব বিবি গোলাম আর টেক্কা ;

তুরুপ হয় রঙের ট্রাম্প কার্ড,

বিবি যেন ঘোড়ার গাড়ি - এক্কা ;

কলটি নাড়ায় তুরুপ - ধর্মের ষাঁড়।

ঘরের মধ্যে খেলে চার জন ;

রাতের চেয়েও নিঝুম বেশি পাড়া,

রঙ বাহারে হর বা রুইতন ;

চিড়ির মারে ঘায়েল শিরদাঁড়া ।

সারাটি দিন উঠে বসে কাটে ;

কাজীর বিচার মানে না মনমাঝি,

আমি তখন বাজার করি হাটে ;

মঙ্গলবার ; হাতেই তোমার পাঁজি ।

পাল্টে দিয়ে সংবিধানের ধারা ;

রাষ্ট্র ধ্বজা রাখো আপন হাতে,

আমার এ মন তবু পাগল পারা ;

তুমি ছাড়া ঘুম আসেনা রাতে।

জীবন আমার ছোট্ট একটি বোড়ে;

উস্কানিতে সলতে কাঠির পাশে,

কে আর গোনে আস্কেপিঠের ফোঁড়ে ;

মন যে নাচে তুরুপেরই তাসে।



Rate this content
Log in

Similar bengali poem from Action