STORYMIRROR

Kausik Chakraborty

Comedy Fantasy Others

3  

Kausik Chakraborty

Comedy Fantasy Others

রাজার ঘুম

রাজার ঘুম

2 mins
256


রাজার ঘরে রাতদুপুরে বাজলো যখন ঘন্টা

ধড়ফড়িয়ে উঠলো রানি ভাবলো ছুটির ক্ষণ টা

কই ছুটি আর, রাজ্য ঘুমোয়, জাগছে রাজার চর

রানির মতো আর সকলে গুনছে না রাজকর

দরবারে যার খুব খাতির আর রাজার দোহাই করে

রাতবিরেতে সেও বিছানায় ঝিমচ্ছে নির্ভরে

ঘুম আসেনা যে প্রহরীর, তার গোঁফেতেও তেল

রানির হুকুম জাগতে হবে, প্রযত্নে ডাম্বেল

ব্যয়াম জারি সেই রাতেতেও, হোক না হাজার ক্ষোভে

সকাল হলে সব পেয়াদা নিদ্রাসুখেই ডোবে

জাগরণের বাইরে থাকেন প্রজাসমেত মন্ত্রী

রাত বারোটায় নিয়ম করে বাজায় রাজার ঘণ্টী 

সেই আওয়াজে ঘুম আসে, তাই তাদের বরাত ভালো

রাজার মতো রানির বুকেও ক্ষয়ক্ষতি জন্মালো

হোক না রাজার সোনার মুকুট, হীরের চকমকানি

গভীর রাতেও ঘর ঘুছিয়ে আঘাত কুড়োয় রানি

সেই ধুলোতেও নিদ্রা ভরে বিলোয় নেশার ঝোঁকে

শান্তিপূর্ণ ঘুম ফেরে সব ধন্যি প্রজার চোখে

যুদ্ধজয়ের অস্ত্র যখন চেনাচ্ছে কালশিটে 

নিদ্রাবিহীন রানি তখন নিদ্রা জমান ইটে

আবার হবে শাস্তিপ্রদান, ঘুম না হলেও হোক

দরবারেতে ফিরবে সেসব অঢেল জাঁকজমক 

রাজার চোখও স্বপ্নে বিভোর, দিবারাত্রি ভুলে

নির্ঝঞ্জাট ঘুম হবে তার সিংহদরজা খুলে


Rate this content
Log in

Similar bengali poem from Comedy