STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Inspirational

3  

Nityananda Banerjee

Comedy Inspirational

বীরসন্ন্যাসী

বীরসন্ন্যাসী

1 min
135

বীর সন্ন্যাসী চলে হাসি' হাসি' কাঠের খড়ম পায়,

দুই কাঁধে তার জগতের ভার গুরুর আদেশ প্রায় ।

আদি সনাতন আত্মসচেতন বিশ্বাস নয় রে যুক্তি ,

জাতের বিচার সাকার নিরাকার নয় ভাবনার মুক্তি ।

সোজা শিরদাঁড়া মস্তক খাড়া বক্ষের ভরা সাহস ,

রয়েছে যাহার চেতনার হার যারা নয় মনের বশ ।

ক্ষুধার অন্ন তাহার জন্য যেবা পারে দিতে বাড়িয়ে,

যারা অজ্ঞান অপূর্ণবান যারা ফুটপাতে দাঁড়িয়ে ,

কাটায় রাতদিন তাদের অধীন আপন করে নিলে,

যত তাপ শোকে শিক্ষার আলোকে ভূবন ভরিলে ।

হে চির তরুণ নবীন অরুণ যুবক যুবতী অঙ্গে ,

দিলে উপহার হে চিরকুমার জ্বালিলে প্রজ্ঞা সঙ্গে ।

জাতপাত ভেদ করি' বিচ্ছেদ এনে দিলে মানবতা, 

আজ সেই সুরে নূপুরে ঘুঙুরে ঢেকে দিও দানবতা ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy